আমার কাছে ভালোবাসা হলো মেনে নেওয়া,ছাড় দেয়া,ভালোবাসার মানুষ্টার ছোট ভুলগুলোকে এড়িয়ে চলা।কখনোই ভালোবাসার মানুষ্টার সাথে অভিমান কিংবা রাগ করে থাকতে পারি নি, পারি নি বলতে গেলে ভুলে হবে আসলে আদোতেও পারি না বলাটাই বেটার হবে।
ভালোবাসায় মান অভিমানের অবিয়াস্লি স্থান রয়েছে এটা আমার কথা নয় বটে,রোমান্টিক কবি সাহিত্যিকদের উপন্যাসে বলা চলে অভিমান করাটা নাকি মাঝে মাঝে ভালোবাসার খুনসুটি,দুষ্টমিতে পরিণত করে,আমাদের ক্ষেত্রেও ঘটে ,তবে সেটা কমে পড়ে না।
আমাদের রিলেশনের প্রায় ৩বছর হতে চলেছে ,এর মাঝে তার সাথে সর্বোচ্চ হলে কয়েক ঘন্টার বিরতি,রাগ ,অভিমান হয়,নেহাতি সেটা ঘটেছে, কেননা বস আপনাকে এক পক্ষাকে ছাড় দিতেই হবে ,আর সেটা আমরা দুজনোই করি।
ভালোবাসায় এমন কিছুই স্থান দেবেন না যেটা দুজনের প্রতি দূরত্ব ঘটাবে ,তৈরী করে রিরক্তি,নিজের খুব কাছের বন্ধুকে দেখেছি ৪ বছর প্রেম করে শেষ মেষ সামান্য কিছু কারণে রাগ অভিমান করে বলে ফেলে ব্রেক আপ! দেন মেয়েটা (আমাদের বান্ধবীই) এটাকে সিরিয়াস্লি নিয়ে এগো দেখিয়ে প্রায় দুমাস বন্ধুর সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দেয়,আমার বন্ধু তার সাথে সবরকম্ভাবে চেষ্টা করে যোগাযোগ করতে পারে নি ,আর মেয়েটাও নিজে সাড়া দেয় নি,বন্ধু আস্তে আস্তে তার রেসপন্স না পেয়ে স্বাভাবিকএর দিকে মোড় নেয়,
এর পরে ঘটনার মোড় নেয়,আমার বন্ধুকে আমাদেরই আরেকজন বান্ধবী আগে থেকেই খুব পছন্দ করতো,ও তাদের বিচ্ছেদের খবর শুনে বন্ধুকে প্রোপোজ করে বসে,এটা ঘটেছিলো ওই মাসের মাঝে ,আমার বন্ধু প্রাক্তন প্রেমিকার সাড়া না পেয়ে ,পরেরজনকে সম্মতি জানায়,এভাবেই বন্ধু আমার মুভ অন হয়ে যায়,আর হারিয়ে যায় প্রাক্তন প্রেমিকার সৃতি!
২ মাস পরে একদিন হঠাৎ দুজনের দেখা হলে ,মেয়ে বাসায় ফিরে বন্ধুকে ফোন দেয় আর তখনি মেয়ে এসব জানতে পারলে গড়াগড়ি দিতে থাকে,আর সে ক্রমশ খারাপ অবস্থার দিকে যেতে থাকে,
পরে যে বুঝতে পারে যে সে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে,যে সারাজীবনে তাকে হয়তো যন্ত্রণা দিবে!
আমার বন্ধু নতুন জনের সাথে ভালোই আছে তাদের এবছর ৭বছর পূর্ণ হয়েছে কয়েকদিন আগে ,বলা রাখা ভালো তার নতুন প্রাক্তনজনের চেয়ে ঢ়েড় গুন সুন্দরী, আর একই বিশ্ববিদ্যালয়ে পড়ছে,আমিও সেই খানেই আছি !
তাই বলি, সকলের জন্য উপদেশ হিসেবে নিতে পারেন
যাকে খুব ভালোবাসেন,যাকে ছাড়া থাকতে পারবেন না,কখনোই এরকম অভিমান আর এরোগেন্স দেখাতে যাবেন না,নয়তো আমাদের সেই বান্ধবীর মতো অবস্থা হবে ,বস জীবন কারো জন্য থেমে থাকে না, শুন্যস্থান পূরণ হলেই প্রাক্তন আস্তে আস্তে মুছে যায় জীবন থেকে,আর অন্যজনের অবস্থা কি হয় চলেন একটি নাটকএর গানের মাধ্যমে!
আমার জনকে অন্যকোনো দিন পরিচয় কইয়ে দেবো 😎😎😎
ভিডিও কালেন্টেডঃ
Musfiq R. Farhan
266K subscribers
SUBSCRIBE
Song: Shondhya Namaye Rakhi Band: Bangla Five Lyric: Hisam Khan Tune: Sina Cover art and graphics: Mreethmandir (based on Radia's painting) Mixing and Mastering: Anik Ahammed Thanks to Bangla Dhol and Butter studio Lyric:
ছোট্ট বুকে মেঘ জমিয়ে ক্যানরে কাঁদিস পাখি তুই ফিরবি বলে আমি ক্যামন সন্ধ্যা নামায়ে রাখি ছোট্ট তোর ওই ওমের ডানায় নাক ঘষতে দিবি কি? বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি হবি? #Musfiqrfarhan #Deyaleroparetumi #parsaevana
ভাই অনেক সময় ধৈয্য নিয়ে নিখেছি,তাই
Dont forget for donig
Like ,
Comments &
Subscribe
,
দারুন হয়েছে.....😍😍 Love is Beautiful moment😍