Besides, earning from readcash,we'll have to improve our writing skill ❤️❤️❤️
#September 10, 2020
The Daily Star Editorial
**************************
#শিরোনাম: Health guidelines for reopening primary schools finalised
=প্রাইমারি স্কুলগুলো পুনরায় খোলার নির্দেশিকা চূড়ান্ত;
But are the schools prepared?
=তবে, স্কুলগুলো কি প্রস্তুত?
Prepared by: Md Mohiuddin
**************************
#প্রথমে শব্দার্থগুলি জেনে নিই
===================
১। Health guidelines-স্বাস্থ্য নির্দেশিকা;
২। for reopening-পুনরায় খোলার জন্য;
৩। primary schools -প্রাথমিক/প্রাইমরারি স্কুল গুলো;
৪। finalise-পাকা করা; চূড়ান্ত করা;
৫। But-তবে;
৬। are the schools prepared-স্কুলগুলো কি প্রস্তুত/প্রস্তুত আছে?
৭। The ministry of primary and mass education-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়;
৮। has finalised-চূড়ান্ত করেছেন;
৯। a plan-একটি পরিকল্পনা;
১০। across the country-সারাদেশে; সারাদেশের;
১১। which have remained closed -যেগুলো (যে স্কুলগুলো) বন্ধ আছে/রয়েছে;
১২। since March 17-মার্চ মাসের ১৭ তারিখ থেকে;
১৩। due to Covid-19-কোভিড-১৯ এর কারণে;
১৪। and prepared-এবং প্রস্তুত করেছে;
১৫। the necessary health guidelines-প্রয়োজনীয় স্বাস্থ্য নির্দেশিকা/নির্দেশনা;
১৬। in this regard-এই ব্যাপারে;
১৭। According to the plan-পরিকল্পনা অনুসারে;
১৮। only two students-কেবল দুই জন শিক্ষার্থী;
১৯। will be allowed to sit on each bench-প্রত্যেক বেঞ্চে বসতে পারবে/বসার অনুমতি পাবে;
২০। at a classroom-ক্লাসরুমে; শ্রেণিকক্ষে;
২১। everyone in schools-স্কুলের সবাই; স্কুলে সবাই;
২২। students, teachers and other staffers-শিক্ষার্থী, শিক্ষক এবং অন্যান্য কর্মচারীরা;
২৩। will have to wear masks-অবশ্যই মাস্ক পরতে হবে/পরবে;
২৪। there will have to be arrangements-আয়োজন করতেই হবে; প্রস্তুতি গ্রহণ করতেই হবে;
২৫। in all schools-সব স্কুলে;
২৬। for hand washing-হ্যান্ড ওয়াশিং/হাত ধোয়ার জন্য;
২৭। measuring of body temperatures-শরীরের তাপমাত্রা নির্ণয়ের/পরিমাপের ( জন্য);
২৮। While we understand-যেহেতু আমরা উপলব্ধি করছি;
২৯। the importance of reopening schools-পুনরায় স্কুলগুলো খোলার গুরুত্ব/তাৎপর্য;
৩০। as the academic activities-কারণ পড়ালেখার কার্যক্রম;
৩১। of about two crore primary students-প্রায় ২ কোটি প্রাইমারি শিক্ষার্থীর;
৩২। of more than one lakh primary schools and kindergartens -এক লাখেরও বেশি প্রাইমারি স্কুল ও কিন্ডারগার্টেন এর;
৩৩। have been hampered-ক্ষতিগ্রস্ত হয়েছে; বাধাগ্রস্ত হয়েছে;
৩৪। due to the pandemic-মহামারির কারণে;
৩৫। we also think that-(সেহেতু)আমরা চিন্তাও করছি যে;
৩৬। before taking the final decision-চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পূর্বে/আগে;
৩৭। the government should consider-সরকারের ভাবা/বিবেচনা করা উচিত;
৩৮। all the risks associated with it-এটির সাথে সংশ্লিষ্ট/সম্পৃক্ত সকল ঝুকিঁ;
৩৯। There are over 65,500 government primary schools-৬৫ হাজার ৫শ'র ওপরে প্রাইমারি স্কুল রয়েছে;
৪০। across the country-সারাদেশে;
৪১। With many of these schools having only one classroom-এসব স্কুলের বেশিরভাগই একটিমাত্র ক্লাসরুম/শ্রেণিকক্ষ থাকার কারণে;
৪২। how will they ensure that -তারা কীভাবে নিশ্চিত করবে;
৪৩। that students maintain physical distancing-শিক্ষার্থীদের শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি;
৪৪। Also-এছাড়া;
৪৫। many of the schools-অনেক স্কুলে;
৪৬। have around 80 students-প্রায় ৮০ জন শিক্ষার্থী আছে;
৪৭। in each classroom-প্রত্যেক /প্রতিটি শ্রেণিকক্ষে;
৪৮। Will it be possible to reserve-এটা কি সংরক্ষণ করা সম্ভব হবে?
৪৯। one bench for two students-এক বেঞ্চে ২ জন শিক্ষার্থী;
৫০। in reality-প্রকৃতপক্ষে; বাস্তবে;
৫১। who will monitor-কে তত্ত্বাবধান করবে?
৫২। all these health protocols-এইসব স্বাস্থ্য বিধি;
৫৩। at schools-স্কুলগুলোতে;
৫৪। needless to say-বলার অপেক্ষা রাখেনা; বলা নিষ্প্রয়োজন;
৫৫। additional funds-অতিরিক্ত তহবিল;
৫৬। will be needed to ensure-নিশ্চিত করতে দরকার পড়বে/দরকার হবে;
৫৭। proper health hygiene at schools-স্কুলগুলোতে যথাযথ স্বাস্থ্য বিধি;
৫৮। Who will bear-কে বহন করবে?
৫৯। these additional costs-এসব অতিরিক্ত খরচ;
৬০। Moreover-তাছাড়া;
৬১। parents are confused-অভিভাবকরা কিংকর্তব্যবিমূঢ়/বিভ্রান্ত;
৬২। as to-ব্যাপারে; বিষয়ে;
৬৩। what to do-কী করবে?
৬৪। if schools reopen-স্কুলগুলো খুললে;
৬৫। at a time when-এমন একটা সময়ে যখন;
৬৬। the Covid-19 infection rate-কোভিড-১৯ সংক্রমণ হার;
৬৭। is showing no sign of dropping-কমার কোনো চিহ্ন দেখা যাচ্ছেনা/আভাস পাওয়া যাচ্ছেনা;
৬৮। Although primary schools -যদিও প্রাইমারি স্কুলগুলো;
৬৯। are not reopening-পুনরায় খুলছেনা;
৭০। at least until October 3-অন্তত/কমপক্ষে অক্টোবরের ৩ তারিখ পর্যন্ত;
৭১। according to a previous government announcement-সরকারের পূর্ব ঘোষণা অনুযারে/অনুযায়ী;
৭২। we assume that-আমরা ধরে নিচ্ছি/অনুমান করছি যে; আমাদের ধারণা;
৭৩। the decision will come soon-সিদ্ধান্তটি দ্রুত আসবে;
৭৪। since the government -কারণ/যেহেতু সরকার;
৭৫। has already finalised the health guidelines-ইতোমধ্যে স্বাস্থ্য নির্দেশনা চূড়ান্ত করে ফেলেছেন;
৭৬। Now we hope that-আমরা এখণ আশা করি যে;
৭৭। the government will complete-সরকার শেষ করবে/সম্পন্ন করবে;
৭৮। all the groundwork -সকল বুনিয়াদ/ভিত্তি;
৭৯। needed to reopen-পুনরায় খোলার জন্য/খুলতে দরকারি;
৮০। educational institutions -শিক্ষা প্রতিষ্ঠানগুলো;
৮১। without jeopardising-ঝুকিতে ফেলে; ঝুকির মধ্যে /হুমকিতে ফেলে;
৮২। the health of students and their families-শিক্ষার্থী ও তাদের পরিবারগুলোর স্বাস্থ্য;
৮৩। All the government primary schools-সকল সরকারি প্রাইমারি স্কুলগুলোতে;
৮৪। should have -থাকা উচিত;
৮৫। proper infrastructures-যথাযথ/উপযুক্ত অবকাঠামো;
৮৬। for maintaining the health guidelines-স্বাস্থ্য নির্দেশনা বজায় রাখার জন্য;
৮৭। The government also needs to conduct-সরকারের চালানো দরকারও;
৮৮। awareness campaigns-সচেতনতা ক্যাম্পেইন;
৮৯। to educate the students-শিক্ষার্থীদের শিখাতে;
৯০। as well as teachers -পাশাপাশি শিক্ষকদের;
৯১। about the health rules-স্বাস্থ্য বিধি সম্পর্কে/ব্যাপারে;
৯২। So, finalising the health guidelines-সুতরাং, চূড়ান্ত স্বাস্থ্য নির্দেশনা/নির্দেশিকা;
৯৩। for reopening the schools-স্কুলগুেলো পুনরায় খোলার জন্য;
৯৪। is just the first step-কেবল প্রথম পদক্ষেপ;
৯৫। the more challenging task-আরো ঝুকিপূর্ণ বিষয়;
৯৬। for the government lies ahead-সরকারের জন্য সামনে আছে/অবস্থান করছে;
৯৭। preparing all the schools-সকল/সব স্কুল প্রস্তুত;
৯৮। in a way-একই /একটিপদ্ধতিতে;
৯৯। they can actually operate-তারা সত্যিকারভাবে চালাতে পারে;
১০০। following the health directives-স্বাস্থ্য নির্দেশনা অনুসারে;
১০১। ensuring the safety of all students-সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করে;
**************************
Prepared by: Md Mohiuddin
***এবার মূল সম্পাদকীয়টি পড়ি****
Health guidelines for reopening primary schools finalised
But are the schools prepared?
******************
The ministry of primary and mass education has finalised a plan for reopening primary schools across the country—which have remained closed since March 17 due to Covid-19—and prepared the necessary health guidelines in this regard. According to the plan, only two students will be allowed to sit on each bench at a classroom, everyone in schools (students, teachers and other staffers) will have to wear masks, and there will have to be arrangements in all schools for hand washing and measuring of body temperatures.
While we understand the importance of reopening schools as the academic activities of about two crore primary students of more than one lakh primary schools and kindergartens have been hampered due to the pandemic, we also think that before taking the final decision, the government should consider all the risks associated with it.
There are over 65,500 government primary schools across the country. With many of these schools having only one classroom, how will they ensure that students maintain physical distancing? Also, many of the schools have around 80 students in each classroom. Will it be possible to reserve one bench for two students in reality? Also, who will monitor all these health protocols at schools? And, needless to say, additional funds will be needed to ensure proper health hygiene at schools. Who will bear these additional costs?
Moreover, parents are confused as to what to do if schools reopen at a time when the Covid-19 infection rate is showing no sign of dropping. Although primary schools are not reopening at least until October 3, according to a previous government announcement, we assume that the decision will come soon since the government has already finalised the health guidelines.
Now we hope that the government will complete all the groundwork needed to reopen educational institutions without jeopardising the health of students and their families. All the government primary schools should have proper infrastructures for maintaining the health guidelines. The government also needs to conduct awareness campaigns to educate the students as well as teachers about the health rules. So, finalising the health guidelines for reopening the schools is just the first step; the more challenging task for the government lies ahead: preparing all the schools in a way that they can actually operate following the health directives, ensuring the safety of all students.
Prepared by: Md Mohiuddin
amazing writing and beautiful photograpy.