কবিতা

1 21
Avatar for Shuvo11
3 years ago

"যদি তুমি..."

যদি তুমি জানতে,আগুনে পোড়ার কষ্টটা কি?যদি তুমি জানতে,এ আগুন ক্ষুধার তৈরি।

যদি তুমি বুঝতে,পাথরে শোয়ার কষ্টটা কি?যদি তুমি বুঝতে,এ পাথর তোমার আমার তৈরি।

যদি তুমি মানুষ হতে,দিতে তারে অন্ন,দিতে তারে আশ্রয়।যদি তুমি মানুষ হতে,দিতে তারে সাহস,নাহি ধিক্কার।মানবতা,কোথায় তুমি?

কি বলিলে? চলিলে যমের বাড়ি!তব বিদায়বেলা শুনে যাও এক সুর,এ সুর হ্যামিলনের নয়,এ সুর ধিক্কারের।

8
$ 0.00

Comments

ঠিক বলেছেন ভাই,কষ্ট জিনিসটা কি যদি মেয়েরা জানতো তবে কোনো ছেলেদের অকালে প্রান দিতে হতনা,কোনো ছেলেদের জীবনটা শেষ হতনা!আর ওরা কষ্ট বুঝবেই বা কি করে,ওরা আকাশের মত দিনে রাহে রুপ পাল্টায়,ওদের মনটা পাথরে গড়া,ওরা মানুষ রূপি বেঈমান,ওদের বিশ্বাস করতে নেই

$ 0.00
3 years ago