আপন এবং পর মানুষ নিয়ে আমি প্রায়শই ভাবী। বিপদের দিনগুলোতে আমরা সবথেকে বেশি আপন মানুষদের সঙ্গ কামনা করি কিন্তু আপন বলে যাদের জানি তাদের বেশিরভাগ মানুষের ছায়াটিও বিপদের দিনে খুঁজে পাওয়া যায় না। বিপদে পড়লেই যেন তারা উপেক্ষা করতে শুরু করে।
আপন সবাই হতে জানে না। আপন মানুষ বলতে আমি আত্মার সম্পর্ককে বুঝি, যারা বিপদের দিনগুলোতে ছায়ার মতো পাশে রবে, খোঁজ-খবর নেবে, মনের কথা গুলো জানবার চেষ্টা করবে, স্বান্তনা দেবে, কিন্তু বর্তমানে আত্মার সম্পর্কগুলো কেন যেন কেবল মুখে মুখেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, মনে মনে নয়। এরকম অসংখ্য মানুষের সাথে আমাদের পরিচয় হয় যারা কেবল মুখে মুখে আপন আপন বলে বেড়ায় কিন্তু যখনই আপনি বিপদের সম্মুখীন হবেন তখন তাদের ছায়াটিও আর খুঁজে পাবেন না, এরকম মানুষ থেকে দূরে থাকা উত্তম।
কিছু মানুষ সবার আপন হবার অভিনয় করে, হয়ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবার একটা চেষ্টা কিন্তু এতে কি লাভ? একজন মানুষ কি সবার আপন হতে পারে?
একজন জননেতা/জননেত্রীকে অনেকেই আপন ভাবতে পারে যদি সে সমাজ এবং মানুষের কল্যাণে কাজ করে কিন্তু সবার আপন সে কোন অর্থে হয়? ব্যক্তিগত জীবনে কয়জন মানুষ তার সাথে অপ্রতুল ভাবে জড়িত? তারও নিশ্চয়ই কিছু আপন অথবা কাছের মানুষ রয়েছে, মন খারাপ করলে, বিষন্নতার দিনগুলোতে, বিপদে সে তাদের সঙ্গ অবশ্যই কামনা করে।
আপন মানুষের সংখ্যা অল্পবিস্তর হয়, গণহারে সবাই কেবল মুখে মুখে আপন হয়, মনে মনে নয়।
নাহিদ হাসান নিবিড়___
Right