জাফলং

0 4
Avatar for Shrabon48
3 years ago

সিলেটের জাফলং এর অন্যতম সৌন্দর্য্যমন্ডিত ঝর্ণা সংগ্রামপুঞ্জি। বড় বড় পাথরের পাশ বেয়ে চলা সুন্দর জলধারা দেখে প্রতিদিন ই মন জুড়ায় কত দশনার্থীর!

বর্তমানে সিলেটে অনেকগুলো ভ্রমন স্পট তৈরি হলেও একসময় 'জাফলং'ই ছিল সিলেটের অন্যতম পরিচিতি। সিলেট ঘুরতে এসে জাফলং যাননি এমন লোক কম ছিল। রাস্তার বেহাল দশা আর পাথর ব্যবসায়ীদের দৌরাত্ম্যের কারনে জাফলং থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল অনেকেই।

লকডাউনে পাথর ব্যাবসা বন্ধ থাকায় ও ভ্রমনে নিষেধাজ্ঞা আরোপের কারনে জাফলং ফিরে পেয়েছে তার পুরনো সৌন্দর্য। হঠাৎই আনপ্লানড ট্যুরে বেড়িয়েছিলাম জাফলং এর উদ্দেশ্যে। মূল পয়েন্টে যাওয়ার অনুমতি পাব কিনা তাও জানা ছিলনা।

ইদের ছুটি থাকায় রাস্তা অনেকটা ফাকাই ছিল। অল্প কিছু জায়গা বাদে পুরো রাস্তা এখন অনেকটাই ভাল। জৈন্তাপুর পার হওয়ার পরে বাকিপথে মেঘালয়ের সৌন্দর্য ছিল অসাধারণ।

জাফলং পৌছে দেখলাম ভ্রমণকারীদের জন্য নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হয়েছে। ইঞ্জিনচালিত নৌকা নিয়ে পৌছালাম জিরো পয়েন্ট। অল্পকিছু পাথর বাদে পুরোটাই এখন পানির নিচে। কিছুসময় থেকে চলে যাই সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখতে।

মূল পয়েন্ট থেকে পাহারের কোল ঘেষে মিনিট পনেরো হেটে এগুলেই সুন্দর ঝর্ণাধারার দেখা পাওয়া যাবে। পাথর বেয়ে চাইলে ঝর্ণার কিছুটা উপরেও উঠা যায়। সাথে এক্সট্রা কাপড় নিলে শীতল হওয়া যাবে ঝর্ণার ঠান্ডা পানিতে। যদিও মেয়েদের জন্য কাপড় পরিবর্তনের ব্যবস্থা নেই।

পর্যটন স্পটগুলোতে আবর্জনা এখন অনেকটাই কম। তাই নতুন করে আবার যাতে নোংরা না হয় সেদিকে সবারই লক্ষ্য রাখা উচিত। এছাড়া করোনাকালে ভ্রমন যেহেতু ঝুকিপূর্ন তাই সব সময় সর্বোচ্চ সতর্কতা মেনে চলুন।

2
$ 0.00

Comments