পড়ন্ত বিকেলে হাতে একগুচ্ছ কাঠগোলাপ গুঁজে দিয়ে নিজের হাতের শক্ত মুষ্টিবদ্ধ করে নিয়ে আমার হাত। বলবে তুমি,
"তোমাকে শুধু এই পড়ন্ত বিকেলের পর রাতের জন্যে নয়। তোমাকে চাই আমি প্রতিটি নতুন দিনের সূর্যাস্তে। তোমাকে আবার সেই পড়ন্ত বিকেলর পর রাতের জন্যে চাই আমি। সর্বদা সর্বক্ষণ সর্বমুহূর্ন্তে তোমাকে চাই আমার। আমার প্রতিটা শ্বাসে নিশ্বাসে তোমাকে চাই। তোমার হাতের আবদ্ধে আমি আমার নিজের হাত খুঁজে পেতে চাই। তোমার চোখে আমি উন্মাদ করা দুনিয়ার ভয়ংকর নেশায় আসক্ত হতে চাই। সেই নেশায় মাতোয়ারা হতে চাই দুজনে। তোমার কোলে মাথা রেখে প্রতিটা গোধূলি লগ্ন কাটাতে চাই। কখনো বা তোমার কোলে কিংবা তুমি আমার কোলে মাথা রেখে রাতের নক্ষত্র ময় তারা দেখতে চাই। এক কাপ কফি তে আমি তোমার ঠোঁটের ছুঁয়া খুঁজতে চাই। তোমার প্রসারিত ঠোঁটে আমি রাজ্যের সুখ অনুভব করতে চাই। প্রতিটা সেকেন্ডে আমি তোমাকে অনুভব করতে চাই। আজীবন মরনাগ পর্যন্ত আমি তোমাতেই ডুব তে চাই।"
এক টুকরো হাসি নিয়ে আমি তোমায় জড়িয়ে নিব। আর তুমি স্নান হেসে আমার মাথায় ঠোঁট বুলাবে।
এই তো জীবন, এই তো সুখ। জীবনের চাওয়া পাওয়া। ভালোবাসার মানুষটাই তো রাজ্যের পাওয়া পরম সুখ।
Thanks for sharing article dear