স্ত্রীকে ভালোবাসুন।

0 8
Avatar for Shathi
Written by
4 years ago

স্ত্রীকে এমনভাবে ভালোবাসেন যাতে ছেড়ে যাবার কথা ভাবলেই অন্তর কেপে উঠে।যে ভালোবাসার কমতি হলে নিঃশ্বাস এ ঘাটতি হয়,অচল হয় সবকিছু।

এমনভাবে ভালোবাসুন যাতে প্রতিটি মোনাজাতে থাকে বুক ভরা কৃতজ্ঞতা,সুখের জল আর সাথে থাকুক আপনার সাথে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা।

আগলে রাখুন পরম মমতাভরে ,. হৃদয়ের অন্দরমহলে আগলে রাখুন খুব যত্নে।

আগলে রাখুন তার প্রতিটা কথা,তার প্রতিটা চোখের জল,আগলে রাখুন তার চঞ্চলতায় ভরা অন্তর যা শুধু আপনি দেখতে পান।

অভিমান বুঝুন,অভিমান ভাঙ্গান ,মেয়েরা বেশি অভিমানী।তাদের অন্তর যে কোমল,কমলভাবেই গুছিয়ে নিন। দেখবেন জীবন সুন্দর,সত্যি অনেক অনেক সুন্দর।

হ্যা আপনার জীবনসঙ্গীর কথাই বলছি।

"যতটা ভালোবাসলে আর সম্মান করলে আল্লাহর কাছে দু ' য়ার প্রতিটা অংশে আপনার সাথে শুধু দুনিয়াতেই নয়,জান্নাতে অনন্তকালের জান্নাতে থাকার তীব্র ইচ্ছা থাকে ততটা ভালোবাসুন"।

রবের কাছে যেন অভিযোগ নয় বরং অনুনয় থাকে আপনাকে নিয়ে ,ঠিক ততটাই ভালোবাসুন।

"প্রতি নিস্তব্ধ রাতে নামাজে আপনার স্ত্রী যেন কেদে উঠে আপনাকে পাওয়ার সৌভাগ্যে ,রবের নিকট কৃতজ্ঞ হয়ে কেদে উঠে আর বলে হে আল্লাহ ,আমার স্বামী তো উত্তম মুমিন"।

স্ত্রীকে ভালোবাসুন ......যখন সে কাদে,।

তার কাছে কারণটা শুনুন ,তাকে জড়িয়ে ধরে বলুন সব ঠিক হয় যাবে ইনশাল্লাহ।". স্ত্রীকে ভালোবাসুন,যখন তার রান্না খারাপ হয়,। কারণ সে কিন্তু ঠিকই আপনার জন্য ভালো রান্নার চেষ্টা করেছেন।

স্ত্রীকে ভালবাসুন যখন সে আপনার কাছে কথার ঝুড়ি নিয়ে বসে আপনাকে বিরক্ত করে, কারণ আপনিই তার একমাত্র আনন্দের উৎস, বন্ধু, ভালোবাসা ভরসার জায়গা।

“রাসুল(ﷺ) বলেছেনঃ আমার কাছ থেকে মেয়েদের প্রতি সদাচারণ করার শিক্ষা গ্রহণ করো। কেননা, নারী জাতিকে পাঁজরের বাঁকা হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের হাড়গুলোর মধ্যে ওপরের হাড়টাই সবচেয়ে বাঁকা। অতএব, তুমি যদি তা সোজা করতে চাও, তবে ভেঙ্গে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। আর যদি ফেলে রাখো, তবে বাঁকা হতেই থাকবে। কাজেই মেয়েদের সাথে সদ্ব্যবহার করো।

তোমাদের মধ্য সেই ব্যাক্তিই উত্তম যে তার স্ত্রী ও পরিবারের নিকট উত্তম।”

স্ত্রীর প্রতি কিছু দায়িত্ব্ব:

তার শারীরিক,আর্থিক ও মানসিক চাহিদা পূরন করুন।

তাকে ইসলামের পথে ডাকুন, নিয়মিত নসীহা দিন, ও তাকে পর্দায় রাখুন। স্ত্রীকে পর্দায় রাখা আপনার দায়িত্ব।

তার আত্মীয়দের সাথে সু-সম্পর্ক বজায় রাখুন।

আপনার স্ত্রীকে আপনার জন্য চক্ষু শীতলকারী বানান, আর আপনিও স্ত্রীর নিকট ওইরূপ হন।

স্ত্রী আপনার নিকট আল্লাহর নেয়ামত ভরা উপহার...

আপনার প্রতিটা দোয়ায় তাকে রাখুন

হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল ও হৃদয় ঠান্ডাকারি হবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।

[সূরা আল ফুরকান (২৫ঃ৭৪)](সংগৃহীত )

1
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Avatar for Shathi
Written by
4 years ago

Comments