১. তাকওয়া ঃ
★.যে আল্লাহকে ভয় করে ,আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারনাতীত জায়গা থেমে রিজিক দিবেন।
(সূরা তালাক:২-৩ আয়াত।)
২. তাওয়াক্কুল ঃ
★. যে ব্যাক্তি আল্লাহর উপরে ভরসা করে তার জন্য তিনিই যতেষ্ট।আল্লাহ তার কাজ পূর্ণ করবেন।আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন।
(সূরা তালাক ,আয়াত -৩)
৩. দান- সতকা ঃ
★.কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে।ফলে তিনি তার জন্য বহুগুণে বাড়িয়ে দিবেন।
(সূরা বাকারা আয়াত -২৪৫)
৪. কৃতজ্ঞতা ঃ
★. আর যখন তোমাদের রব ঘোষনা দিলেন ,যদি তোমরা শুকরিয়া আদায় কর,তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেবো। আর তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয় আমার আযাব বড়ই কঠিন ।
(সূরা ইব্রাহিম আয়াত -০৭)
৫. ইস্তেগফার ঃ
★. অতপরঃ বলছি তোমরা তোমার পালনকর্তার ক্ষমা পার্থনা কর।তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন।তোমাদের ধন-সম্পদ ও সসন্তান-সন্ততি বাড়িয়ে দিবেন।তোমাদের জন্য উদ্মান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী-নালা প্রবাহিত করবেন।
(সূরা নূহ আয়াত ১০-১৩)
৬. পারিবারিক বন্ধন দৃঢ় করা ঃ
★. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন; যে কামনা যে তার রিজিক বৃদ্ধি পাক এবং জীবন দীর্ঘায়িত হক।সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে।
(সহীহ বুখারী)।