❤️(১)#.আমাকে কেউ একজন একটা কথা বলে বলল , কাউকে না বলার জন্য। কাউকে না বলার সর্তে,আমি সেটা আরেকজনকে বলে দিলাম।এটা আমানতের খেয়ানত। এটা মুনাফেকি। জাহান্নামের উদ্বোধন হবে মুনাফেকি দিয়ে,কাফের মুশরিক দিয়ে নয়।
(বোখারী-৩৩)
❤️(২)#.আমি গুলশানে দাড়িয়ে কাউকে মোবাইল ফোনে বললাম আমিতো মতিঝিলে চলে এসেছি এটাও মুনাফিকে।
❤️(৩)#.কিছুদিন আগেও তুই আমার কাছে অসতী একটা চাকরির জন্য ।চাকরি দিলাম, আজকে টাকা হয়েছে আর সব ভুলে গেলি?? আল্লাহ্ তা' তালা বলেছেন এই জাতীয় কথা বলার (অর্থাৎ দান করে , খোটা দেওয়া)। পরিণাম জাহান্নাম।
❤️(৪)#.আপনি জীবিত এবং সুস্থ থাকা অবস্থায় আপনার স্ত্রী বাজার করে অথবা বেপর্দায় ঘুরে।এই পুরুষ দাইয়্যুস। এর অবস্থান সরাসরি জাহান্নাম।
(মুসনাদে আহমদ ৫৮৩৯)
❤️(৫)#.সন্তান বড় হয়েছে অথচ তাকে পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা দেন না,সালাতের জন্য তাগিদ দিচ্ছেন না। এই সন্তান তার বাবার ঘাড়ে সব দোষ চাপিয়ে জান্নাতে চলে যেতে পারে।বাবা আটকে যাবে।
( দাউস ৪৯৫)
❤️(৬)#.আপনারা(পুরুষের)কাপড় পায়ের টাখনুর নিচে থাকে ।তারা জাহান্নামে যাওয়ার প্রস্তুতি আজকেই নিয়ে রাখুন।
(নাসাঈ ২৫৬৩)
❤️(৭)#.কারো হক নষ্ট করেছেন বা দুর্নীতি করে টাকা ইনকাম করেছেন ,যদি আখিরাতে বাঁচতে চান,তবে যার টাকা বা হক তাকে ফেরত দিন । আখিরাতে সে আপনার সব নেক আমল ধরে টান দেবে।
(তিরমিজি ২৪১৮)
❤️(৮)#.বয়স্ ছিলো, ক্ষমতা ও ছিলো, রিকশা ওয়ালা বা কাজের লোককে একটা চর মেরেছিলেন ।এর নাম জুলুম। জাহান্নাম থেকে বাঁচতে হলে তার হাত ধরে ক্ষমা চেয়ে নেন। একদিন আপনার আমলনামায় সে টান দিবেই।
(তিরমিজি ২৪১৮)
❤️(৯)#.মহিলারা গায়ে সুগন্ধি দিয়ে পর পুরুষের পাশ দিয়ে হেঁটে গেছেন ।এরকম কাজ জিবনে যতবার করেছেন ততবার আপনি যিনার কাজ করেছেন।
(মুসনাদ আহমদ ১৯৩৬)
❤️(১০)#.যতবার আপনি সুদের কাজ করেছেন বা সুদ খেয়েছেন বা সুদের কাজে সহযোগিতা করেছেন ততবার আপনি আপনার মায়ের সাথ যিনার পাপ করেছেন।
(মিশকাত ২৮০৭)
ইয়া আল্লাহ্! আমাদেরকে হেফাজত করুন ওই সকল কাজ থেকে সে সকল কাজ করলে আপনি অসন্তুষ্ট হন ,আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন।আমিন।