ফজর_নামাজের_পর_ঘুম।

2 9
Avatar for Shathi
Written by
4 years ago

ফজরের সালাত আদায়ের পর ঘুম দেওয়া ইদানিং আমার নিত্য অভ্যাস হয়ে যাচ্ছে।কিন্তু আগের সময়ে আমি কখনই ফজরের পর ঘুমাতে যেতাম না।বই পড়তাম, কোরআন পড়তাম অথবা কাজে বের হয়ে পড়তাম।ইদানিং ফজরের পর চোখে আপনা আপনি চোখে ঘুম জড়িয়ে আসে। ব্যাপারটা কদিন ধরেই হয়ত মা লক্ষ্য করছিলেন বিধায়, আজকে ফজরের পর গরম দুধ নিয়ে মাকে আসতে দেখি। তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন; দুধটুকু খেয়ে নে বাবা।যাই হোক মায়ের কথাত আর ফেলতে পারিনা।তাই অল্প অল্প করে খেয়ে নিলাম।মা আমায় কিছু বলতে চাচ্ছিলেন,তাই আমি মাকে সরাসরি জিজ্ঞেস করে নেই।তারপর মা বললেন;আমি সপ্তাক্ষানেক ধরে তোমার ব্যাপারে লক্ষ্য করে আসছি যে,তুমি দিনে দিনে সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছ।

মায়ের কথা শুনে থমকে গেলাম।দুধের গ্লাসটা রেখে দিয়ে ভাবনায় পড়ে গেলাম।মা পুনরায় কিছুটা হতাশ হয়ে আমার দিকে তাকিয়ে বললেন;সুন্নাহ হচ্ছে ফজরের পর না ঘুমানো।আমাদের প্রিয় রাসূল সাঃ দোয়া করেছেন,

'হে আল্লাহ আমার উম্মতের জন্য দিনের শুরুটা বরকত ময় করুন। বর্ণনাকারী বলে;এজন্য রাসূল সাঃ কোনো যুদ্ধে অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন। সাখর রাঃ ছিলেন একজন ব্যবসায়ী। তিনিও তার ব্যবসায়িক কার্যক্রম ভোরবেলা শুরু করতেন।এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয়েছে এবং তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন। [আবু দাউদ :২৬০৬]।

সালফরা ফজরের পর ঘুমানোকে মাকরুহ মনে করতেন।উরওয়া ইবনে যুবাইর রহ: বলেন, জুবাইর রা: তার সন্তানদেরকে ভোরবেলা ঘুমানোর জন্য নিষেধ করতেন।উরওয়া রহ; বলেন,

আমি যখন কারো সম্পর্কে শুনি সে ভোরবেলা ঘুমায় তখন তার প্রতি আমার আগ্রহ হারিয়ে ফেলি। [ মুসান্নাফ ইবনু আবু শাইবা, ৫/২২২] করে। আবুদুল্লাহ ইবনে আব্বাস তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বলেছিলেন ,।

ওঠো,তুমি কি এমন সময় ঘুমিয়ে আছো, যখন রিজিক বণ্টন করা হচ্ছে।[যাদুল মা ' আদ :৪/২৪১]

মা আরো বলেন, ‘আল্লাহ তা’য়ালা যখন বরকত দেন, সেই সময়টাতে তুমি ঘুমিয়ে থাকো। শোনো যদি জীবনে প্রাচুর্য আনতে চাও, তাহলে ফজরের পর আর ঘুমাবেনা। আশা করি আমার বাচ্ছাটা মায়ের কথা বুঝতে পেরেছে।’

বিচানা থেকে উঠে মাকে বললাম, ‘বাচ্ছাটা এখন অনেক বড় হয়েছে এবং সে তার মায়ের কথা বুঝতে পেরেছে।’ মা মুঁচকি হেসে বললাম, ‘তা এখন কোথায় যাওয়া হচ্ছে?’ মাকে বললাম, ‘চাষের জমিতে ।’

মহান আল্লাহ তা’য়ালা প্রত্যেককে এই বরকতময় সময়টাকে সত্ভাবে কাজে লাগানোর তাওফিক দিন ও আমাদেরকে রাসূল সা. এর প্রতিটি সুন্নাহ সঠিকভাবে আদায় করবার

তাওফিক দিন। আমিন।

3
$ 0.02
$ 0.02 from @TheRandomRewarder
Avatar for Shathi
Written by
4 years ago

Comments