The virtues of black cumin, what Islam and science say

6 14
Avatar for Shanoor
3 years ago

The virtues of black cumin, what Islam and science say

The Prophet Muhammad (peace be upon him) said: "You will use blackberries, because it contains the cure for all diseases except death."

Taken from Tirmidhi, Bukhari, Muslim:

It is narrated from Hazrat Qatadah (R) that he would make 1 putli of 21 black cumin seeds and soak it in water every day and use the water droplets of the putli in the nasal passage (nose, nose) in this manner- “For the first time 2 drops in the right nostril and 1 drop in the left nostril. The second time 2 drops in the left nostril and 1 drop in the right nostril. For the third time, 2 drops in the right nostril and 1 drop in the left nostril. ”

Hazrat Anas (R) narrates, "The Prophet (peace and blessings of Allaah be upon him) said, 'When the pain is very severe, take a pinch of blackberries and then drink water and honey.'

- Muzamul Awsat: Tabarani.

What is the fault of knowing the quality? What are the medicinal properties for us in this kalojira (there is no more talk about the prophet. Even then, it is better to know its use or benefits.) And choose and use good kalojira.

Quality of Kaljira: 15/16 Kaljira with 1 small onion and 2 teaspoons of honey is played in the afternoon / night to preserve youth forever.

Eating 12/13 drops of calendula oil and 15/16 drops of honey on an empty stomach in the morning is beneficial for diabetes.

10/12 drops of calendula oil mixed with hot water is beneficial for arthritis.

Let's know some more qualities:

1. Digestive problems One or two teaspoons of blackberries should be taken with water. Thus, playing two or three times a day will increase digestion in a month. As well as flatulence will be eliminated.

2. For fever, pain, cold and cough, mix one teaspoon of black cumin with three teaspoons of honey and two teaspoons of basil leaf juice and take it once a day. Apply the paste on the forehead of the blackheads if the cold settles down. At the same time tie the blackberries in a thin clean cloth and keep it dry, the mucus will become liquid and fall off. Massage Kalijira oil on the chest and back to get better results quickly.

3. To increase the amount of breast milk in mothers, keep eating 5-10 grams of Kalojira with milk before going to bed every night. Inshallah the flow of milk will increase in just 10-15 days. In addition, to solve this problem, you can eat it with rice mixed with kalojira. For those who don't know, the process of making mash will be posted later.

4. Massage Kalijira oil on both sides of forehead and ears three to four times a day to get rid of headaches.

5. Eat Kalijira regularly. It increases blood flow to the brain. Due to which the memory increases. With it it increases vitality and eliminates fatigue.

. Blackberries destroy a toxin called aflatoxin, which is responsible for liver cancer. So those who have liver cancer should start eating from today.

. Eat blackberries regularly to prevent hair loss so that your hair will get adequate nutrition. As a result, hair loss will stop. And to get good results, keep massaging the oil at the base of the hair.

. Diabetic patients eat a pinch of black cumin with a glass of water every morning on an empty stomach, blood glucose levels will be under control once the diabetics will be reduced inshaAllah.

9. Use black cumin oil to control high blood pressure. Relieves shortness of breath or asthma. Regulates heart disease.

10. Massage of black cumin oil for paralysis and tremors gives amazing results.

11. Kalojira is an excellent medicine for patients suffering from sexual dysfunction and nervous weakness.

12. Blackberries are extremely useful in colic and obstetric diseases. It is also a good medicine for bruises.

13. To cure bladder stones and jaundice, Kalojira Khan can be taken regularly as many times as you want.

14. The benefits of black cumin in preventing excessive menstruation and excessive urination are immense. It is anthelmintic.

15. Kalojira helps reduce rheumatic and back pain.

16. Regular consumption of kalojira refreshes every organ of the body and improves overall health.

16. Eat kalojira mixed with rice, curry etc. and stay away from disease.

Some more health benefits of black cumin in the eyes of science:

Black cumin is considered as a medicine for all diseases. Like all other herbs, research on Kalijira has not been less. In 1970, Egyptian researchers confirmed that the presence of niacin in black cumin relieved asthma. Black cumin has anti-bacterial and anti-mycotic effects, German researchers say. It stimulates bone marrow and immune cells and increases interferon production. U.S. researchers first commented on the anti-tumor effects of black cumin. Kalijira can remove cancer-causing free-radicals in the body. In short, black cumin is incomparable against all kinds of diseases. Let's take a look at some of the uses of Kalijira that are completely obsolete.

1. To enhance memory: Black cumin helps to increase memory by increasing blood circulation to the brain. As a rule, eat half a teaspoon of raw kalizira or 1 teaspoon of kalizira oil every day.

2. Prevents hair loss: Blackheads prevent hair loss by delivering nutrients to the hair follicles and help in hair growth. Mix 2 tablespoons of olive oil and 1 teaspoon of calendula oil together and heat lightly. Apply it on the hair roots and massage for 10-15 minutes. After 1 hour, wash your hair with shampoo.

3. To reduce pain: There is no pair of black cumin to reduce any kind of pain. Heat Kalijira oil lightly and massage it on the sore spot, the pain will go away. Arthritis pain in particular has quite good benefits.

4. To cure boils: Black cumin helps to cure painful boils. Mixing sesame oil with kalijira bata or kalijira oil and boiling it relieves the pain and the boil heals.

5. To reduce fat: Drinking black cumin mixed with tea helps in shedding excess fat. Put water in a pot and put it on the stove. When the water boils, add chapata and equal amount of kalizira to the water. When it becomes the color of tea, strain it and drink it like ordinary tea.

. Toothache: Black cumin can relieve toothache, swollen gums or bleeding. Boil Kalijira in water. When the temperature of this water drops to a warm state, cool it. This will reduce toothache, gum swelling or bleeding will stop. In addition, the tongue, palate and mouth germs will be destroyed.

. Headaches: Black cumin helps to relieve cold headaches. Make a bundle with a little Kalijira on a piece of cotton cloth. Hold this bundle close to your nose and keep breathing. The pain will go away in a while. '..................................................................................কালো জিরার গুনাগুণ, ইসলাম ও বিজ্ঞান কী বলছে

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন: “ তোমরা কালোজিরা ব্যবহার করবে, কেননা এতে একমাত্র মৃত্যৃ ব্যতীত সর্বরোগের মুক্তি এতে রয়েছে”।

তিরমিযী,বুখারী,মুসলিম থেকে নেয়া—
হযরত কাতাদাহ (রাঃ) থেকে বর্ণিত আছে, “প্রতিদিন ২১টি কালোজিরার ১টি পুটলি তৈরী করে পানিতে ভিজাবে এবং পুটলির পানির ফোঁটা এ নিয়মে নাশারন্দ্রে (নাশিকা, নাক) ব্যবহার করবে-“প্রথমবার ডান নাকেরছিদ্রে ২ ফোঁটা এবং বামনাকের ছিদ্রে ১ ফোঁটা। দ্বিতীয়বার বাম নাকের ছিদ্রে ২ ফোঁটা এবং ডান নাকের ছিদ্রে ১ ফোঁটা। তৃতীয়বার ডান নাকের ছিদ্রে ২ ফোঁটা ও বাম নাকের ছিদ্রে ১ ফোঁটা।”

হযরত আনাস (রাঃ) বর্ণনা করেন, “নবী করীম সাল্লাল্লাহুআলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যখন রোগ-যন্ত্রণা খুব বেশী কষ্টদায়ক হয় তখন এক চিমটি পরিমাণ কালোজিরা নিয়ে খাবে তারপর পানি ও মধু সেবন করবে।”
– মুজামুল আওসাতঃ তাবরানী।

গুনাগুন জেনে নিতে দোষ কী? আমাদের জন্য কি কি ঔষধী গুণ আছে এই কালোজিরাতে (নবীর উপরে আর কোন কথা থাকে না। তারপরও এর ব্যবহার বা উপকারিতাগুলো জেনে নিলে ভালো হয়।) আর ভালো কালোজিরা বাছাই করে ব্যবহার করুন।

কালজিরার গুনাগুণ: ১৫/১৬ টি কালজিরা ছোট ১টি পিয়াজ ও ২ চামচ মধু সহ বিকালে/রাতে খেলে চির যৌবন রক্ষা হয় ।
সকালে খালিপেটে ১২/১৩ ফোঁটা কালজিরার তেল ও ১৫/১৬ ফোঁটা মধু খেলে ডায়াবেটিসের উপকার হয় ।
১০/১২ ফোঁটা কালজিরার তেল গরম পানিতে মিশিয়ে খেলে বাত রোগের উপকার হয় ।

জেনে নেয়া যাক আরো কিছু গুনাগুন:
১। হজমের সমস্যায়এক-দুই চা-চামচ কালোজিরা বেটে পানির সঙ্গে খেতে থাকুন। এভাবে প্রতিদিন দু-তিনবার খেলে এক মাসের মধ্যে হজমশক্তি বেড়ে যাবে। পাশাপাশি পেট ফাঁপাভাবও দূর হবে।

২। জ্বর, ব্যথা, সর্দি-কাশিতে এক চা-চামচ কালোজিরার সঙ্গে তিন চা-চামচ মধু ও দুই চা-চামচ তুলসী পাতার রস মিশিয়ে প্রতিদিন একবার সেবন করুন। কালোজিরা বেটে কপালে প্রলেপ দিন যদি সর্দি বসে যায়। একই সঙ্গে পাতলা পরিষ্কার কাপড়ে কালোজিরা বেঁধে শুকতে থাকুন, শ্লেষ্মা তরল হয়ে ঝরে যাবে। তাড়াতাড়ি ভালো ফল পেতে বুকে ও পিঠে কালিজিরার তেল মালিশ করুন।

৩। মায়েদের বুকের দুধের পরিমাণ বৃদ্ধি করতে প্রতিদিন রাত্রে শোবার আগে ৫-১০ গ্রাম কালোজিরা মিহি করে দুধের সঙ্গে খেতে থাকুন। ইনশাআল্লাহ্ মাত্র ১০-১৫ দিনে দুধের প্রবাহ বেড়ে যাবে। এছাড়া এ সমস্যা সমাধানে কালোজিরা-র ভর্তা করে ভাতের সঙ্গে খেতে পারেন। যারা জানেন না তাদের জন্য ভর্তা বানানোর প্রক্রিয়া পরে পোস্ট করা হবে।

৪। কপালের দুই পাশ এবং কানে পাশে দিনে তিন-চারবার কালিজিরার তেল মালিশ করুন মাথাব্যাথা ভালো হয়ে যাবে।

৫। নিয়মিত কালিজিরা খান। এটি মস্তিষ্কে রক্ত চলাচল বাড়িয়ে দেয়। যার দরুন স্মরণশক্তি বৃদ্ধি পায়। এর সঙ্গে এটি প্রাণশক্তি বাড়ায় ও ক্লান্তি দূর করে।

৬। কালোজিরা লিভার ক্যান্সারের জন্য দায়ী আফলাটক্সিন নামক বিষ ধ্বংস করে। তাই যারা লিভার ক্যান্সারে আক্রান্ত তারা আজ থেকে খাওয়া শুরু করে দিন।

৭। চুলপড়ারোধে কালোজিরা নিয়মিতভাবে খান এতে আপনার চুল পর্যাপ্ত পুষ্টি পাবে। ফলে চুল পড়া বন্ধ হবে। আর ভালো ফল পেতে চুলের গোড়ায় এর তেল মালিশ করতে থাকুন।

৮। ডায়বেটিকস্ রোগীরা এক চিমটি পরিমাণ কালো জিরা এক গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে দেখুন, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে একসময় ডায়বেটিকস্ কমে যাবে ইনশাআল্লাহ।

৯। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কালোজিরার তেল ব্যবহার করুন। শ্বাসকষ্ট বা হাঁপানি দূর করে। হৃদরোগ নিয়ন্ত্রন করে।

১০। পক্ষাঘাত (প্যারালাইসীস) ও কম্পন রোগে কালোজিরার তৈল মালিশ করলে আশ্চর্যজনক ফল পাওয়া যায়।

১১। কালোজিরা যৌন ব্যাধি ও স্নায়ুবিক দুর্বলতায় আক্রান্ত রোগীদের জন্য অতি উতকৃষ্ট ঔষধ।

১২। শুলবেদনা ও প্রসূতি রোগে কালোজিরা অত্যধিক উপকারী। ব্রুনের জন্যও এটি উত্তম ঔষধ।

১৩। মূত্রথলির পাথর ও জন্ডিস থেকে আরোগ্য লাভ করতে কালোজিরা খান নিয়মিত যতবার পারেন।

১৪। অধিক ঋতু স্রাব, মাত্রাতিরিক্ত পেশাব প্রতিরোধ করতে কালোজিরার উপকারিতা অপরিসীম। এটি কৃমিনাশক।

১৫। কালোজিরা রিউমেটিক এবং পিঠে ব্যথা কমাতে সাহায্য করে।

১৬। নিয়মিত কালোজিরা সেবনে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সতেজ করে ও সার্বিকভাবে স্বস্থ্যের উন্নতি সাধন করে।

১৭। ভাত, তরকারী ইত্যাদির সাথে কালোজিরা মিশিয়ে খান রোগশোক থেকে দূরে থাকুন।

বিজ্ঞানের দৃষ্টিতে কালো জিরার আরো কিছু স্বাস্থ্য উপকারিতা:

কালো জিরাকে সব রোগের ওষুধ হিসেবে আখ্যায়িত করা হয়। অন্যান্য সব ভেষজের মতো কালিজিরা নিয়েও গবেষণা কম হয়নি। ১৯৬০ সালে মিসরের গবেষকরা নিশ্চিত হন যে, কালো জিরায় বিদ্যমান নাইজেলনের কারণে হাঁপানি উপশম হয়। জার্মানি গবেষকরা বলেন, কালো জিরার অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-মাইকোটিক প্রভাব রয়েছে। এটি বোনম্যারো ও প্রতিরক্ষা কোষগুলোকে উত্তেজিত করে এবং ইন্টারফেরন তৈরি বাড়িয়ে দেয়। আমেরিকার গবেষকরা প্রথমকালো জিরার টিউমারবিরোধী প্রভাব সম্পর্কে মতামত দেন। শরীরে ক্যান্সার উত্পািদনকারী ফ্রি-রেডিক্যাল অপসারিত করতে পারে কালিজিরা। মোটকথা, কালো জিরা সব ধরনের রোগের বিরুদ্ধে তুলনাহীন। আসুন জেনে নিই কালিজিরার এমন কিছু ব্যবহার, যেগুলো একেবারেই অপ্রচলিত।

১. স্মরণশক্তি বৃদ্ধিতে: কালো জিরা মস্তিষ্কে রক্তসঞ্চালন বৃদ্ধি করে স্মৃতিশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। প্রতিদিন নিয়ম করে আধা চা চামচ কাঁচা কালিজিরা অথবা ১ চা চামচ কালিজিরার তেল খান।

২. চুল পড়া রোধে: কালোজিরা চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিয়ে চুল পড়া রোধ করে এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে। ২ টেবিল চামচ অলিভ অয়েল ও ১ চা চামচ কালিজিরার তেল একসাথে মিশিয়ে হালকা গরম করে নিন। চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে ১০-১৫ মিনিট মাসাজ করুন। ১ ঘণ্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

৩. ব্যথা কমাতে: যেকোনো ধরনের ব্যথা কমাতে কালো জিরার জুড়ি নেই। কালিজিরার তেল হালকা গরম করে নিয়ে ব্যথার জায়গায় মালিশ করুন, ব্যথা সেরে যাবে। বিশেষ করে বাতের ব্যথায় বেশ ভালো উপকার পাওয়া যায়।

৪. ফোঁড়া সারাতে: ব্যথাযুক্ত ফোঁড়া সারাতে কালো জিরা সাহায্য করে। তিলের তেলের সাথে কালিজিরা বাটা বা কালিজিরার তেল মিশিয়ে ফোঁড়াতে লাগালে ব্যথা উপশম হয় ও ফোঁড়া সেরে যায়।

৫. মেদ কমাতে: চায়ের সাথে কালো জিরার মিশিয়ে পানকরলে তা বাড়তি মেদ ঝরে যেতে সাহায্য করে। একটি পাত্রে পানি নিয়ে চুলার ওপরে দিন। পানি ফুটে উঠলে চাপাতা ও সমপরিমাণ কালিজিরা পানিতে দিন। চায়ের রং হয়ে এলে নামিয়ে ছেঁকে নিয়ে সাধারণ চায়ের মতোই পান করুন।

৬. দাঁতের ব্যথায়: দাঁত ব্যথা হলে, মাঢ়ি ফুলে গেলে বা রক্ত পড়লে কালো জিরা তা উপশম করতে পারে। পানিতে কালিজিরা দিয়ে ফুটিয়ে নিন। এই পানির তাপমাত্রা কমে উষ্ণ অবস্থায় এলে তা দিয়ে কুলি করুন। এতে দাঁত ব্যথা কমে যাবে, মাঢ়ির ফোলা বা রক্ত পড়া বন্ধ হবে। এছাড়া জিহ্বা, তালু ও মুখের জীবাণু ধ্বংস হবে।

৭. মাথা ব্যথায়: ঠাণ্ডাজনিত মাথাব্যথা দূর করতে কালোজিরা সাহায্য করে। একটি সুতি কাপড়ের টুকরায় খানিকটা কালিজিরা নিয়ে পুঁটুলি তৈরি করুন। এই পুঁটুলি নাকের কাছে নিয়ে শ্বাস টানতে থাকুন। কিছুক্ষণের মধ্যেই ব্যথা সেরে যাবে।’

 

6
$ 0.00
Avatar for Shanoor
3 years ago

Comments

That's very informative and interesting article ... (The Prophet Muhammad (peace be upon him) said: "You will use blackberries, because it contains the cure for all diseases except death.") There's alot of benefits because our our beloved Prophet told us 😍😍😍😍 Thnx for your sharing information about how to use blackberries and eat it ...

$ 0.00
User's avatar Alx
3 years ago

Thank you so much for visiting my page, stay with me dear, and I'm glad to compliment you so well,

$ 0.00
3 years ago

It's my pleasure☺️☺️ ...well ..plz upvote the every comments on your article it will increase your points and also the points of commenter ...

$ 0.00
User's avatar Alx
3 years ago

Yeah you also dude 😊

$ 0.00
3 years ago

Good

$ 0.00
3 years ago

Thank you dear...... always supporting me 😊😁

$ 0.00
3 years ago