রাতে ১০০ আমল করার নমুনা চার্ট:। ------------------------------
০১: সূরা মূলক (৩০ আয়াত)। ০২: সূরা ফাতিহা (০৭ আয়াত)। ০৩: সূরা কাফিরুন (০৬ আয়াত)। ০৪: সূরা ফালাক -০৩ বার[(৩×৫)=১৫ আয়াত]। ০৫: সূরা নাস- ০৩ বার[৩×৬=১৮ আয়াত]। ০৬: সূরা ইখলাস- ০৩ বার [৩×৪=১২]। ০৭: সূরা কাহাফ-(প্রথম ১০ আয়াত)। ০৮:সূরা বাকারা- (শেষ ০২ আয়াত)।
তামীম দ্বারী রাদীয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবীজী সাল্লাললাহু আলাইহিওয়াসাল্লাম বলেছেন ,. যে ব্যক্তি এক রাতে ১০০ আমল পাঠ করবে ,সে ব্যাক্তির আমল নামায় ঐ রাতের ইবাদত বন্দেগী ও নফল সলাতের সওয়াব লিপিবদ্ধ করা হবে।