মাথা ব্যথার প্রতিকার।

2 7
Avatar for Shanoor
3 years ago

জীবনে কখন ও মাথা ব্যথায় ভোগেনী এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া খুব মুশকি। বিভিন্ন কারনেই মাথা ব্যাথা হয়। এর মধ্য রয়েছে দুশ্চিন্ত, মাইগ্রেন, অতিরিক্ত ধুমপান, ব্যাথানাশক ওষুধের বেশি ব্যবহার, শরীরে পানি শূন্যতা ইত্যাদি ।

মাথা ব্যাথা থেকে মুক্তি পেতে অনেকেই অনেক ওষুধ সেবন করেন। তবে ওষুধ সেবনের আগে কিছু ঘরোয়া পদ্ধতি আছে , যেগুলো পালন করলে মাথা ব্যাথা কিছুটা মুক্তি পাওয়া যাবে।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপটেন হোম রেমিডি জানিয়েছেন দ্রুত মাথা ব্যাথা থেকে রেহাই পাওয়ার কিছু ঘরোয়া পদ্ধতি।

আদাঃ

  • আদা মাথার রক্তনালির প্রবাহ কমাতে সাহায্যে করে। এতে মাথা কমবে।

  • সমপরিমাণ আদার রস ও লেবুর রস মিশিয়ে খান।মাথা ব্যথা থাকলে দিনে দুই থেকে তিনবার এটি খেতে পারেন।

  • এক চা চামচ শুকনো আদা গুড়ো ,দুই টেবিল চামচ মধ্যে মিশিয়ে পেস্ট তৈরি করুন ,এটি কয়েক মিনিট কপালে লাগিয়ে রাখুন এতে ব্যাথা কমবে।

  • এছাড়া আদা গুড়ো বা কাচা আদা সিদ্ধ করতে পারেন, এবার এই সিদ্ধ পানিতে ভাপ নিন।

  • এছাড়া মাথা ব্যথা দূর করতে দুই টুকরো আদার ক্যান্ডি ও চিবুতে পারেন।

পুদিনা পাতার রসঃ

  • পুদিনা পাতায় রয়েছে ম্যানথল ও ম্যানথন। এই উপাানগুলো মাথা ব্যাথা দূর করার জন্য খুবই উপকারী।

  • এক মুঠো পুদিনাপাতা নিন ,পাতা থেকে রস বের করে নিন,এই রস কপাল মাখুন।

  • e ছাড়া পুদিনা পাতার চা ও খেতে পারেন।

#.ভালো লাগলে লাইক , কমেন্ট করবেন।আর দোয়া করবেন আমার জন্য।আমার আইডি টা সাবস্ক্রাইব করবেন।♥️♥️

4
$ 0.00
Avatar for Shanoor
3 years ago

Comments