হারিয়ে যাওয়া একটা সুন্নাত।

2 13
Avatar for Shanoor
3 years ago

কোন মেয়ে কোনো ছেলের দ্বীনদারিতায় মুগ্ধ হয়ে নিজেই বাসায় অভিবাবককে সে পাত্রকে বিয়ের আগ্রহ জানালে,তাকে বেহায়া ভাবা।

অথচ এমন ব্যাপার শরিয়তে হাইলি এপ্রিশিয়েট। হজরত খাদিজা (রা:) রাসূল (সা:) এর দ্বীনদারিতায় মুগ্ধ হয়ে নিজেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

তাছাড়াও,

আল-মাওসু আল - ফিকহিয়াহ (৩০/৫০)এ বলেছেনঃঃ একজন পুরুষের ধার্মিকতা, সদগুন এবং সম্মাজনক অবস্থানের কারণে বা ধর্মের প্রতি অনুরাগ দেখে তাকে বিবাহ করার জন্য একজন মেয়ে আগ্রহ প্রকাশ করলে এতে দোষের বা লজ্জাজনক কিছুই নেই;বরং এটি তার একধরনের উত্তম গুন।

বিয়ের ক্ষেত্রে নারী নিজেই পুরুষকে বিবাহর প্রস্তাব দেওয়া সুন্নাত।

কারণ মা খাদিজা (রা:)রাসূল (সা:) কে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নিজেই!! অবশ্যই রাসূল করীম (সা:) এর চরিত্র উত্তম ছিলেন, ওনার আখলক দেখে দ্বীনদারি দেখে দিয়েছিলেন । তাই লজ্জা নয়। উত্তম চরিত্র, পরহেজগার পুরুষকে নারী বিয়ের প্রস্তাব দিতে পারে অবশ্যই।

3
$ 0.00

Comments