11
12
যত দিন যাচ্ছে তপনের অবস্থা খারাপ যাচ্ছে |প্রথমে অল্প সর্দি ছিল তারপর জর!পাড়ার এক বন্ধুর জোড়াজুড়িতে তপন হাসপাতালে গেলো |সন্দেহজনক দেখে ডাক্তার ভর্তি নিয়ে নিলেন |
তপনের ছয় বছরের ছেলেটা খুব বাবা নেওটা ,বাবাকে যেনো চোখে হারায় |
"ডাক্তার বাবু আমার ছেলেটাকে একবার দেখতে দেবেন."....
ডাক্তারবাবু তপনের কথায় রাজি হন না,শেষে একদিন ডাক্তারবাবু একটি ছোট কাগজ তপনের হাতে তুলে দেন,তাতে লেখা_"বাবা তুমি ভালো হবেই"......
জীবন-মৃত্যুর মাঝে দাড়িয়ে তপন যেন এক অদ্ভুত আত্মবিশ্বাস ফিরে পেল |♥♥♥
খুব সুন্দর একটি প্রেরণামূলক আরটিকেল লিখেছেন।।। আত্মবিশ্বাস মানুষের এমন একটি গুণ যা মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে। আমাদের সকলকে আত্মবিশ্বাসী হতে হবে।।