ভারতীয় সাহিত্যে মুদ্রা

4 14
Avatar for Shanjida1519120
3 years ago

মুদ্রা প্রাচীন ভারতের ইতিহাস রচনায় একটি গুরুত্বপূর্ণ উৎস। ভারতের বিভিন্ন অঞ্চলে অসংখ্য সোনা, রূপা ও তামার মুদ্রা আবিষ্কৃত হয়েছে। এসব মুদ্রা থেকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে যেসব রাজা শাসন করতেন তাঁদের পরিচয় পাওয়া যায়। ব্যাকট্রিয়,গ্ৰিক,শক,পলহব রাজগণের রাজত্বকালের প্রধান ঐতিহাসিক উৎস হলো মুদ্রা।

সাহিত্য ও লিপি থেকে যে তথ্যাদি পাওয়া যায় তার সত্যতা যাচাই করতে মুদ্রা যথেষ্ট সাহায্য করে। তারিখ সম্বলিত মুদ্রা বিভিন্ন রাজার সময়কাল নির্ণয়ের ক্ষেত্রে সহায়ক। মুদ্রা হতে সমসাময়িক অর্থনৈতিক অবস্থা, মুদ্রানীতি,ধাতু শিল্পের উন্নতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। মুদ্রায় অঙ্কিত ছবি হতে শিল্পনিপুনতা ও রাজা-মহারাজাদের আচার-আচরণ, সঙ্গীতানুরাগ প্রভৃতির ধারণা জন্মে। মুদ্রার প্রাপ্তি স্থান থেকে রাজ্যের বিস্তৃতি, ব্যবসা-বাণিজ্যের প্রসার সম্পর্কেও ধারণা পাওয়া যায়। মালব, মৈত্রক,সাতবাহন রাজ্যের ইতিহাস রচনার ক্ষেত্রেও মুদ্রার গুরুত্ব ছিল অপরিসীম।

5
$ 0.00

Comments

Wow nice article

$ 0.00
3 years ago

Thank you so much

$ 0.00
3 years ago

সুন্দর লিখেছ👌

$ 0.00
3 years ago

ধন্যবাদ

$ 0.00
3 years ago