ভারতীয় সাহিত্য: বেদ

6 22
Avatar for Shanjida1519120
4 years ago

গ্ৰিক বীর আলেকজান্ডারের ভারত অভিযানের পূর্ববর্তী ইতিহাস জানতে হলে বৈদিক সাহিত্যের উপর নির্ভর করতে হয়। বৈদিক সাহিত্য বলতে বেদকে বোঝায়।বেদ প্রধানত চার প্রকার, যথা - ঋক, সাম, যজু ও অথর্ব। এছাড়া ব্রাক্ষ্মণ,আরণ্যক, ধর্মসূত্র, উপনিষদ বৈদিক সাহিত্যের অন্তর্ভুক্ত। বেদ থেকে আর্যদের সমাজ, রাষ্ট্র, ধর্ম, অর্থনীতি প্রভৃতি সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায়। বেদ পরিশিষ্ট হিসেবে লিখিত ব্রাক্ষ্মণ, আরণ্যক,ধর্মসূত্র, সূত্রসাহিত্য, উপনিষদ থেকে বৈদিক যুগের মানুষের আধ্যাত্মিক জিজ্ঞাসা, দর্শন চর্চা প্রভৃতি সম্পর্কে জানা যায়। সুতরাং ইতিহাসের উৎস হিসেবে এগুলোর গুরুত্ব অস্বীকার করা যায় না

8
$ 0.00

Comments

Nice article

$ 0.00
4 years ago

পাশে থাকার জন্য ধন্যবাদ

$ 0.00
4 years ago

Philosophical

$ 0.00
4 years ago

ধন্যবাদ

$ 0.00
4 years ago