পানিপথ একটি গ্রামের নাম যা বর্তমান ভারতের হরিয়ানা প্রদেশের অন্তর্গত। পানিপথ গ্রামটি দিল্লি থেকে ৯৭ কিলোমিটার অবস্থিত।
পানিপথের প্রথম যুদ্ধ
পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ খ্রিষ্টাব্দের ২১ এপ্রিল লোদি সাম্রাজ্যের ইব্রাহিম লোদি এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের মধ্যে সংঘটিত হয়। পানিপথের এই যুদ্ধ ভাগ্যনির্ধারণী ছিল। এর ফলে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করতে সক্ষম হন। উপমহাদেশের যুদ্ধের ইতিহাসে বাবর পানিপথের প্রথম যুদ্ধে, প্রথম কামানের ব্যবহার করেন। বাবরের কামান ব্যবহার যুদ্ধক্ষেত্রে ভাগ্যনির্ধারণের ভূমিকা রেখেছে। অপরদিকে ইবরাহিম লোদির বাহিনীতে কোনো গোলন্দাজ বাহিনী ছিল না। পাশাপাশি কামানের বিকট শব্দ লোদি বাহিনীর হাতিগুলোকে ভয় পাইয়ে দেয়, ফলে হাতিগুলো লোদি বাহিনীর সেনাদের পদদলিত করা শুরু করে। যুদ্ধে ইবরাহিম লোদি পরাজিত ও নিহত হন। ফলে দিল্লির সালতানাত বিলুপ্ত হয় ও মুঘল সাম্রাজ্যের শুরু হয়।
There are many history in our knowledge. Thank you share this. Useful information