নুডুলস এর পাকোড়া

13 35
Avatar for Shamima
4 years ago
Sponsors of Shamima
empty
empty
empty

ক্রিসপি মজাদার খাবারগুলোর মধ্যে নুডুলসের পাকোড়া হলো অন্যতম। খুবই অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে নুডুলস এর পাকোড়া তৈরি করতে পারবেন।

উপকরণ:

*ম্যাগি নুডুলস দুই প্যাকেট (ম্যাগি মসলা সাথে)

*ডিম ১ টি

*পেঁয়াজ কুচি ১ কাপ

*কাঁচা মরিচ ৫ থেকে ৬ টি (কুচি করে)

*হলুদের গুঁড়া ১ চা চামচ

*মরিচের গুঁড়া ১ চা-চামচ

*ধনিয়ার গুড়া ১ চা চামচ

*কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ

*বেসন ১ টেবিল চামচ

*লবণ পরিমাণ মতো

প্রক্রিয়া:

একটি বাটিতে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি নিয়ে এতে একে একে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া ও ধনিয়ার গুড়া দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর নুডুলস সিদ্ধ দিয়ে মাখাতে হবে। এরমধ্যে ডিম, কর্নফ্লাওয়ার, বেসন ও লবণ দিয়ে একসাথে মাখিয়ে নিতে হবে। এরপর মাখানো নুডুলস হাত দিয়ে গোল গোল করে পিঁয়াজুর মতো চ্যাপ্টা করে গরম তেলে ভাজতে হবে। বাদামি লাল হয়ে গেলে নামিয়ে পরিবেশন করতে হবে।

এই ক্রিসপি পাকোড়া সস দিয়ে খেতে দারুন মজা লাগে😊

19
$ 0.17
$ 0.10 from @revival
$ 0.06 from @TheRandomRewarder
$ 0.01 from @Sajib
Sponsors of Shamima
empty
empty
empty
Avatar for Shamima
4 years ago

Comments

I like it very much.

$ 0.00
4 years ago

Thank you 😊

$ 0.00
4 years ago

নুডুলস আমার অনেক বেশি পছন্দের একটা খাবার। আর নুডুলসের পাকোড়া ও আমার অনেক ভালো লাগে। অনেক সহজ রেসিপি আর খেতে ভীষণ মজা।

$ 0.00
4 years ago

নুডুলস আমার ও অনেক পছন্দের একটি খাবার🥰

$ 0.00
4 years ago

হুম, ছোট থেকে শুরু করে বড় সবাই নুডুলস কম বেশি পছন্দ করে। আর খুব সহজেই চট করে বানিয়ে ফেলা যায়, ঝামেলা কম৷

$ 0.00
4 years ago

Hmmmm😊😊

$ 0.00
4 years ago

নুডলসের পাকোড়া একটি মজাদার খাবার। খুব অল্প সময়েই খুব সহজেই এটা বাসায় তৈরি করা যায়। ধন্যবাদ এত সুন্দর করে রেসিপিটা শেয়ার করার জন্য।

$ 0.00
4 years ago

Welcome

$ 0.00
4 years ago

নুডুলসের পকোড়া খুবই সুস্বাদু খাবার। এই খাবারটা ফাস্টফুডের মধ্যে পড়ে। শরীরের জন্য উপকারী নয় কিন্তু খেলে মুখের রুচি বৃদ্ধি করে।

$ 0.00
4 years ago