স্বপ্নের পদ্মা সেতু

1 18
Avatar for Shakil123
4 years ago

পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সেতু। এই সেতু দিয়ে যুগপৎভাবে যানবাহন ও ট্রেন চলাচল করবে। এর মাধ্যমে লৌহজং, মুন্সিগঞ্জ এর সাথে শরিয়তপুর ও মাদারীপুর যুক্ত হবে। ফলে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সাথে উত্তর পূর্ব অংশের সংযোগ ঘটেবে। এটির ভৌগোলিক অবস্থান হচ্ছে 23 ডিগ্রি 25 দশমিক 21 মিনিট উত্তর থেকে 90 ডিগ্রি 18 দশমিক 35 মিনিট পূর্বে দ্রাঘিমাংশে। পদ্মা সেতুর দৈর্ঘ্য হবে 6.15 কিলোমিটার এবং এর প্রস্থ হবে 18.10 মিটার। দ্বিতল বিশিষ্ট এই সেতুর নির্মাত হবে কংক্রিট আর স্টিল দিয়ে,যার উপর দিয়ে যানবহন আর নিচে দিয়ে ট্রেন চলবে। আরএর নির্মাণকাজ শুরু হয়েছে 7 ডিসেম্বর ,2014 এবং নির্মাণ কাজ শেষ হবে 2018 সালে ডিসেম্বর মাসে। এটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল, 12133.39 কোটি টাকা। অবশ্য কাজ শেষ করতে করতে এর পরিমাণ দাঁড়াবে প্রাক্কলিত অর্থের চেয়ে অনেক বেশি। এটি আজ আর স্বপ্ন নয়, বরং অদূর বাস্তবতা।সবকিছু ঠিকঠাক থাকলে অচিরেই এই সেতু দেশের মানুষের নানাবিধ প্রয়োজন মেটাতে প্রস্তুত হচ্ছে।

4
$ 0.17
$ 0.17 from @TheRandomRewarder
Sponsors of Shakil123
empty
empty
empty

Comments

Ohhh naic

$ 0.00
4 years ago