সততা

1 13
Avatar for Shakil123
4 years ago

কথায় ,কাজে ও চিন্তায় সৎ থাকার গুণকে সততা বলা হয়। এটি একটি মহৎ গুণ। এটি মানুষকে পরিচালিত করে মর্যাদার পথে গৌরবময় স্থানে যা তাকে সকলের নিকট আদর্শ স্থানীয় করে তোলে।সততার আলোয় উদ্ভাসিত সৎ মানুষ কোনো অন্যায় বা অপরাধ করতে পারে না।তাই সমাজ থেকে অন্যায়কে বিদূরিত করে সাম্য ও ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সৎ মানুষের বিকল্প নেই।সৎ ব্যক্তি ব্যক্তিগত জীবনে যেমন সুখী হতে পারে তেমনি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ওএগিয়ে আসে।অন্যদিকে সততার অবক্ষয় সমাজে অন্যায় -অত্যাচার , অবৈর্থ কার্যকলাপ ,পাপাচার ইত্যাদি দেখা দেয়। মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে অন্যায় কাজে লিপ্ত হয়। ফলে সমাজের অশান্তি ও বিশৃংখলা বৃদ্ধি পায়।বর্তমানে সমাজে যে অন্যায় -অত্যাচার, খুন, চুরি-ডাকাতি,-ছিনতাই ইত্যাদি অপরাধমূলক কার্যকলাপ সংগঠিত হচ্ছে তার মূলে রয়েছে সততার অনুশীলনের অভাব। মূলত সৎভাবে জীবনযাপনের এর মাধ্যমেই মানুষের ইহকালের সুখ-শান্তি ও পরকালের মুক্তি। তাই প্রত্যেকের উচিত নিজেকে সমস্ত অন্যায় থেকে রক্ষা করে সততার সাথে জীবনযাপন করা এবং জীবনের সর্বক্ষেত্রে সততার মূল্যায়ন করা। তাহলে সমাজে সুখ শান্তি বিরাজ করবে।

4
$ 0.15
$ 0.15 from @TheRandomRewarder
Sponsors of Shakil123
empty
empty
empty

Comments

Nice

$ 0.00
4 years ago