সংবাদপত্র

0 8
Avatar for Shakil123
4 years ago

বর্তমান যুগে সংবাদপত্র পাঠ করা খুবই জরুরী। সংবাদপত্র জ্ঞানের ভান্ডার।বিভিন্ন ধরনের সংবাদপত্রের মাধ্যমে বিশ্বের সমস্ত ঘটনা আমাদের নিকটে আসছে। মুহুর্তের মধ্যে বিশ্বের যেকোনো প্রান্তের খবরা-খবর আমাদের চোখের সামনে এসে পড়ছে।সংবাদপত্র পাট একটি খুবই ভালো অভ্যাস যার মাধ্যমে রাষ্ট্র ,সরকার, অর্থনীতি ,সমাজ বিজ্ঞান ,ভূগোল ,বিজ্ঞান ,সাহিত্য প্রত্নতত্ত্ব,নৃত এবং সর্বোপরি প্রতিটি দেশের শিল্প সাহিত্য সম্পর্কিত জ্ঞান ভান্ডার আমাদের নিকট উপস্থিত হয়। আমাদের দেশের ছাত্রছাত্রীরা প্রধানত সংবাদপত্র পাঠ করে।একটি উল্লেখযোগ্য সংখ্যক চাকরিজীবী আমাদের কর্মক্ষেত্রে বসে পত্রিকা পড়ে।তাই আমাদের জাতিকে আরো যথাযথভাবে গড়ে তুলতে হলে সংবাদপত্র পাঠের অভ্যাস কে আরো উৎসাহিত করতে হবে। বর্তমানে বিশ্বায়নের যুগে সংবাদপত্রের বিশ্বের আইনসভা হিসেবে বিবেচনা করা হয়। আর এই আইনসভার সদস্য হতে হলে অবশ্যই সংবাদপত্রের পাঠ করতে হবে। সংবাদপত্র কে বিশ্বসভ্যতার তখনই আয়না বলা যেতে পারে।তাই একজন পত্রিকা পাঠক আয়নার সামনে দাঁড়িয়ে নিজের উপস্থিতি সম্পর্কে ধারণা লাভ করতে পারে। সর্বতোভাবেই সংবাদপত্র পাঠ করা অবশ্য অবশ্যই ভাল অভ্যাস।

3
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Sponsors of Shakil123
empty
empty
empty

Comments