অধিকার কথাটি কোনো কিছু পাওয়ার নৈতিক আইনগত দাবিকে নিদর্শন করে। যে সকল অধিকার বিশেষভাবে শিশুদের সাথে সম্পর্কযুক্ত সে গুলোকে শিশু অধিকার বলা হয়। জাতিসংঘের জেনেভা কনভেনশন শিশুদের কিছু মৌলিক অধিকার চিহ্নিত করেছে। কনভেনশন অনুসারে শিশুদের সকল ধরনের হুমকি থেকে রক্ষা পাবার ,বেঁচে থাকা এবং অস্তিত্ব বজায় রাখার, শিক্ষা এবং সুস্থ্য অধিকার দিতে হবে। এছাড়া তাদের রয়েছে সুস্থ্য শারীরিক ও মানসিক বিকাশ এবং শ্রমে বাধ্য না হওয়ার অধিকার। কিন্তু আমাদের দেশে অধিকাংশ শিশু এই অধিকার গুলো পায় না। এর পেছনে কিছু কারণ আছে। এর প্রধান কারণ হচ্ছে দারিদ্র্য। অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তাই দরিদ্র পরিবারের শিশুরা খুব অল্প বয়সে কাজ করতে বাধ্য হয়। ফলে তারা আইনগত অধিকার গুলো ভোগ করতে পারে না। কিছু অসৎ মানুষ শিশুদের সস্তা শ্রমকে কাজে লাগান। এজন্য শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে আইনসমূহের যথাযথ বাস্ত বায়ন জরুরী। সর্বোপরি শিশুদের অধিকার নিশ্চিত করণের জন্য দরিদ্র বিমোচন অবশ্যক।
0
9