জন্ম: 25 মে , 1964 , তিনি হওয়ার স্বপ্ন দেখতাম ছোটবেলা থেকেই। বছরের প্রথম দিকে নতুন ক্লাসে উঠে বাংলা বইয়ের সবগুলো পদ্য একটানা পড়ে ফেললাম। মনে মনে ভাবলাম, একদিন আমিও তাঁদের মতো বড় কবি হবো। আমার কবিতা ও এসব গ্রন্থের অন্তর্ভুক্ত হবে। স্কুলজীবন থেকেই একটু আধটু লেখালেখি শুরু করি। প্রথম কবিতা দিয়ে শুরু। শেষ ছন্দের মিল দিয়ে একের পর এক কবিতা লিখে খাতা ভরে ফেলতাম। ছন্দ বলতে তখন বুঝতাম, শেষের মিল। ভাত এর সাথে তাঁত। নদীর সাথে যদি। খাই এর সাথে ভাই ইত্যাদি।
ছন্দ শেখের জন্য 1982 সলে ঢাকার বাংলা বাজার থেকে একটি বই সংগ্রহ করি। বইটির নাম বাংলা কবিতার ছন্দ ও অন্কার। লেখক অতীন্দ্রিনাথ দে। বইটি পড়ে খুশির চেয়ে নিরাশ হয়েছিলাম বেশি। বইটি পড়ে মনে হলো কবিতাটা লেখা মোটেও সহজ কাজ নয়। গদ্য কবিতা কি অবগত নয়। গদ্য কবিতাতেও ছন্দের ব্যবহার প্রয়োজন। ছন্দ ভাঙতে হলে শব্দ শুনতে হয় শেষের মিলকে অন্তমিল বলা হয়।
Nice article.