পরিবারের কার্যাবলি ও ভূমিকা

1 155
Avatar for Shakil123
4 years ago

পরিবার একটি মৌলিক সামাজিক প্রতিষ্ঠান। সমাজে পরিবার অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরিবারের ভূমিকা ও কার্যাবলি সঠিক সীমা রেখা টানা যায় না। সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবারের ভূমিকা ও কার্যাবলি পরিবর্তন হচ্ছে। বর্তমানে পরিবার নিচে উল্লেখিত কার্যাবলি সম্পাদন করে থাকে।

আর, সন্তান ধারণ উৎপাদন ও লালন পালন পরিবারের জৈবিক কার্যাবলি ও অন্তর্গত। বিবাহ বন্ধনের এর মাধ্যমে পরিবারের উদ্ভব হয়। স্বামী-স্ত্রী বৈধ উপায়ে যৌনচার করে থাকে।

সামাজিকীকরণ ও কার্যাবলি: মানব শিশুকে সামাজিক করনের প্রাথমিক ভূমিকা পারিবারই করে থাকে। সামাজিক আচার আচরণ ,রীতি নীতি ,মূল্যবোধ ,আদব কায়দা, ধর্ম-,সংস্কৃতি ,দায়িত্ব ও কর্তব্যবোধ আইনের প্রতি শ্রদ্ধা প্রভৃতি সম্বন্ধে শিক্ষা শিশু প্রথম পরিবার থেকেই পেয়ে থাকে।

দৈনিক ও মনস্তাত্ত্বিক নিরাপত্তা মূলক কার্যাবলি: স্নেহ, প্রেম প্রীতি ,ভালোবাসা প্রভূতি পরিবারের মনস্তাত্ত্বিক কার্যাবলির অন্তর্ভুক্ত। সদস্যদের বিপদে-আপদে ,দুঃখে যন্ত্রণায় , অসুস্থতার ও অসুবিধায় পরিবার সান্ত্বনা, সাহচর্য, সেবা শুশ্রুষার ও ব্যবস্থা করে থাকে। অপর দিকে ,পরিবারে সক্ষম ও উপযুক্ত সদস্যরা সকলের শারীরিক সুস্থতায় ও দৈনিক নিরাপত্তা ব্যবস্থা করেন এবং এ বিষয়ে যাবতীয় দায়িত্ব পালন করেন।

শিক্ষা মূলক কার্যাবলি: পরিবারকে সামাজিক জীবনের চিরন্তন বিদ্যালয় বলা হয়। শিশুদের লেখাপড়ার প্রথম পাঠ পরিবারই সম্পন্ন হয়। তাছাড়াও সদাচার ,শিষ্টাচার ,ন্যায়-নীতি কর্তব্যনিষ্ঠা, সহনশীলতা সামাজিকতা প্রভূতি গুণা বলি শিশুরা মাতা পিতা ও পরিবারের অন্যদের নিকট থেকে শিখে থাকে। ধর্ম, ধর্মীয় রীতি নীতি, বিধি-বিধান ও ধর্মীয় অনুষ্ঠান সম্পর্কে পরিচয় হবার প্রথম বিদ্যাপীঠ পরিবার।

3
$ 0.03
$ 0.03 from @TheRandomRewarder
Sponsors of Shakil123
empty
empty
empty

Comments

Nice article.

$ 0.00
4 years ago