প্রাতিদান পেতে হলে

1 8
Avatar for Shakil123
3 years ago

এটা একটা নিয়ম, কোন জিনিসের ফলাফল যথাযত আসতে হলে ফলাফল তৈরিতে প্রতিবন্ধক কোন কিছু থেকে বিষয়টি মুক্ত হতে হবে। আল্লাহ তাআলা যে জিনিসের মধ্যে যে ফসল রেখেছে তা তখনই প্রতিফলিত হবে,প্রকাশ পাবে তখন তা প্রতিফলিত ও প্রকাশ পাওয়ার পথে কোন বাঁধাও অন্তরায় সৃষ্টি করা না হবে। যেমন এক চিকিৎসক অসুস্থকে ওষুধ দিয়েছে।তার ওই ওষুধ তখন কার্যকর ও ফলাফল বলে প্রকাশিত হবে রোগী যখন রোগের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ বিষয়াবলী থেকে বিরত থাকবে। একইভাবে কৃষকের ক্ষেতে তখনই যথার্থ ফসল বলবে যখন ফসল ফলায় অন্তরায় বিষয়াবলী থেকে জমিকে পরিচ্ছন্ন ও মুক্ত রাখা হবে। তাতে যখন নিয়মিত সার পানি দেয়া হবে ,কীট ও আগাছা থেকে মুক্ত রাখা হবে।একই নিয়মে বলতে পারি ,আল্লাহর পথে মানুষ যে বীজ বপন করে এই বীজ তখনই সফল ও ফল বান বলে বিকশিত হয় যখন সে তাকে এখলাসের পানি সদা সিক্ত রাখে। রিয়া ও দান করে তা বলে বেড়ানোর কীটপতঙ্গ থেকে তাকে মুক্ত রাখবে।কারণ ,রিয়া আর দান করে বলে বেড়ানো এ দুটি দানের জন্য এমন ক্ষতিকর ফসলের ক্ষেতের জন্য কীটপতঙ যেমন ক্ষতিকর।

3
$ 0.12
$ 0.12 from @TheRandomRewarder
Sponsors of Shakil123
empty
empty
empty

Comments

Thanks for the article . this article at inspiration on my life.

$ 0.00
3 years ago