প্রাকৃতিক গ্যাস

1 8
Avatar for Shakil123
4 years ago

প্রাকৃতিক গ্যাস আমরা নানা কাজে ব্যবহার করি। এরমধ্যে অন্যতম হচ্ছে ইউরিয়া সার উৎপাদন। আমাদের অনেক কাজে প্রাকৃতিক গ্যাস দরকার যেমনঃ বাসায়, যানবাহনে, কলকারখানায়, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ইত্যাদি। ইউরিয়া সার উৎপাদন কাজে প্রাকৃতিক গ্যাস ২১ ভাগ ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ কেন্দ্র ৫১ ভাগ শিল্প কারখানায় ২২ ভালবাসা বাড়িতে ১১ ভাগ জ্বালানি হিসেবে১১ ভাগ।১ ভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজে ব্যবহৃত হয়।এই প্রাকৃতিক গ্যাস ব্যবহার আমাদের সচেতন থাকতে হবে। গ্যাস ব্যবহার কম করতে হবে।বিনা প্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা যাবে না। এতে অতি মূল্যবান এই সম্পদ মজুদ থাকবে ।প্রাকৃতিক গ্যাসের পরিমাণ নির্দিষ্ট এবং সীমিত।তাই এই প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা আমাদের সচেতন থাকতে হবে।এই প্রাকৃতিক গ্যাস ব্যবহারের সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।আমরা যদি আমাদের এই প্রাকৃতিক গ্যাস ব্যবহার সচেতন না হলে এটি ফুরিয়ে যাবে। তাই সবাইকে সচেতন হতে হবে।

4
$ 0.00
Sponsors of Shakil123
empty
empty
empty
Avatar for Shakil123
4 years ago

Comments

সুন্দর লিখেছেন, বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস কোথায় কোথায় পাওয়া যায় এটা এড করলে ভালো হতো।

$ 0.00
4 years ago