অনুমতি প্রার্থনা

1 7
Avatar for Shakil123
3 years ago

হজরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তালা হতে বর্ণিত, তিনি বলেন একদা এক ব্যক্তি হজরত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেসা করলেন, আমি কি আমার মায়ের নিকট যেতে অনুমতি প্রার্থনা করবো। তিউ বললেন, হ্যাঁ। তখন লোকটি বললো, আমি তো তার সাথে একই ঘরে থাকি। হযরত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তাঁর নিকট অনুমতি চাও। অতঃপর লোকটি বললো, আমি তার সেবা, তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কি তোমার মাকে অসম্পূর্ণ পোশাকে ( অনাবৃত) দেখতে পছন্দ করো। সে বললো, না তিনি ( রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি তাঁর নিকট অনুমতি প্রার্থনা করো।( ইমাম মালিক ( রহ) হাদিসটি মুরসাল সৃএ বর্ণনা করেছেন) ।

4
$ 0.20
$ 0.20 from @TheRandomRewarder
Sponsors of Shakil123
empty
empty
empty

Comments

আপনার লেখা খুব ভালো লাগলো।

$ 0.00
3 years ago