নবান্ন উৎসব

2 20
Avatar for Shakil123
4 years ago

কৃষিপ্রধান বাংলাদেশে কৃষি সংশ্লিষ্ট অনেক উৎসব রয়েছে। নবান্ন উৎসব এর মধ্যে অন্যতম। বাংলাদেশের অধিকাংশ জনগণ কৃষিজীবী। কঠিন মাটি কে তারা তাদের শ্রম ও শক্তির দ্বারা নমনীয় করে সেখানে প্রাণের জোয়ার সৃষ্টি করে। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে অসম্ভব খাটুনির পর ক্ষেতের সোনালী ফসল যখন তারা ঘড়ে তুলতে পারে তখন তাদের প্রাণের আনন্দের বান ডেকে যায়। নবান্ন উৎসব আনন্দ মুখর প্রাণের উৎসব। হেমন্তের শুরু থেকেই সারা বাংলার ঘরে ঘরে ফসল তোলার ধুম পড়ে যায়। তখন এই লোক উৎসব গ্রাম বাংলার ঘরে ঘরে পালিত হয়। উৎসবের দিন ভোর না হতেই ছেলে মেয়েরা ঘরের বাইরে এসে ছড়া কেটে দাঁড় কাকদের নিয়ন্ত্রণ করতে। এই দিন ভোরে নতুন ধানের নতুন চাল ঢেঁকিতে কোটা হয়। এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কেউ আহার করে না। শস্যের সৃষ্টি করতার কাছে দোয়া করে এবং নবান্ন দিনের পরে সকাল আহার করে। ক্রমান্বয়ে এই লোক উৎসবটি সকল সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। বর্তমান সময়ে নবান্ন উৎসব এর ব্যাপকতা কিছুটা হ্রাস পেয়েছে। আমাদের উচিত বাংলা ও বাঙালির এই লোক ঐতিহ্যকে টিকিয়ে রাখা।

4
$ 0.07
$ 0.07 from @TheRandomRewarder
Sponsors of Shakil123
empty
empty
empty

Comments

Nice article bro...

$ 0.00
4 years ago

আপনার লেখা গল্প টা অনেক ভালো

$ 0.00
4 years ago