3
17
ভারতে পরমাণু শক্তি গবেষণার পথিকৃৎ।দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনায় আমরা আজ মিলিত হয়েছি ।এই নব অধ্যায় গৌরবময় হবে,এই আশা আমাদের আছে ।আজ পরমাণু শক্তির উন্নয়ন ও ব্যবহার জাতির পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ।আমরা আশা করছি , শীঘ্রই দেশে এমন এক পরমাণু গবেষণা কেন্দ্র গড়ে তুলতে পারব ,যা অধিকাংশ উন্নত দেশের সাথে পাল্লা দিতে পারবে।১৯৪৭ সালের ১৫ আগস্ট যে দিন ভারত স্বাধীন হল ,তার দিন দশেক পরেই ২৬ আগস্ট পরমাণু শক্তি গবেষণা কমিটির বৈঠকে সভাপতির ভাষণে ওই আশা যিনি ব্যক্ত করেছিলেন,তিনি বিজ্ঞানী হোমি জেহাঙ্গীর ভাবা ।এ দেশে পরমাণু গবেষণা তথা পরমাণু শক্তির উৎপাদন শুরু হয়েছিল যার হাত ধরেই।ওই ভাষণের একবছর পরেই ভারতে অ্যাটমিক এনার্জি বা পরমাণু শক্তি কমিশন গঠিত হয়।
Hum... Valo likhecen