হযরত আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওহে মানবকুল। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ব্যতীত গ্রহণ করেন না। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনগণকে তাই আদেশ করেছেন, যা তিনি নবি রাসুলগণকে আদেশ করেছেন, তিনি বলেছেন ওহে রাসুলগণ তোমরা পবিত্র খাদ্য হতে খাও এবং ভালো কাজ করো। নিশ্চয়ই আমি তোমাদের কর্ম সম্মন্বে অধিক অবগত। তিনি আরো বলেছেন ওহে ইমানদারগণ।আমি তোমাদেরকে যা পবিত্র রিযক প্রদান করেছি তা হতে তোমরা ভক্ষণ করো। তারপর নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে ব্যক্তি দীর্ঘ সফর করে ধুলা মলিন চেহারা ও পোশাক নিয়ে আসমানের দিকে দু আ তুলে ইয়া রব। ইয়া রব। বলে দু আ করে। অথচ তার খাদ্য, পানীয়, পোশাক হারাম এবং তার জীবিকাও হারাম। তাহলে কিভাবে তার দু আ কবুল হতে পারে। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন।
2
19
Onek sundor vabe uposthapon korchen