0
5
হজরত আবু যর রাদিয়াল্লাহু তা'আলা হতে বর্ণিত, তিনি বলেন, হজরত রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাল্লায়) বলেছেন, তোমার ভাইয়ের সম্মুখে তোমার মুচকী হাসি সাদাকালো সমতুল্য, তোমার সৎ কাজের আদেশ সাদাকাহ তুল্য, অন্যায় কাজের প্রতি তোমার নিষেধ করা সাদাকাহ তুল্য, পথ ভুলে যাওয়ার স্থানে কোন ব্যক্তিকে পথ প্রদর্শন করা সাদাকাহ তুল্য, কোন ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে তোমার সাহায্য করা সদকাহ তুল্য, রাস্তা হতে তোমার পাথর, কাঁটা ও হাড় সরানো সদকাহ তুল্য এবং তোমার বালতি হতে তোমার মায়ের বালতিতে পানি ঢেলে দেয়াও সাদাকাহ তুল্য। (ইমাম তিরমিজি রহ, হাদিসটি বর্ণনা করেছেন )