ড. আশরাফ সিদ্দিকী

1 11
Avatar for Shakil123
4 years ago

একজন কবি ও লেখক তার পারিপার্শ্বিক তা নিয়েই গড়ে উঠেছে। বর্তমান টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার নাগরবাড়ি গ্রামে আমার জন্ম 1927সালের 1 লা মার্চ। এই গ্রামটির তিন দিকে দিয়ে বয়ে গেছে পাহাড়ি নদী বংশাই।পূর্বদিকে লাল মাটি সবুজ পাহাড় জয়েন শাহী । অন্যান্য গ্রামের তুলনায় এই গ্রামটি ফসলের প্রাচুর্যে ভরা। চাষীরা চাষ বাস করার সময় ক্ষেত-খামারের নানারূপ গান করতো। কিসসা,জারী ও গল্প বলতো। যা প্রতিদিন পাঠশালা ও স্কুলে যাওয়ার পথে শুনতাম। বাড়িতে প্রায়ই আসতেন কিসসা ও পুঁথি পাঠক, পল্লী গীতি লক্ষিন্দর বা জারী গানের দল। পাশ্ববর্তী অবস্থা পন্ন ব্যবসায়ী হিন্দু সম্প্রদায়ের গ্রাম নয়াপাড়া, রতনগঞ্জ ও বল্লায় উৎসবে অনুষ্ঠানে, পালা গান, যাত্রা- থিয়েটার লেগেই থাকতো। আমার বাবা ডাঃ আব্দুস সাত্তার সিদ্দিকী ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। ছাত্র বৃত্তি পেয়েছিলেন প্রাইমারীতে। পরে ঢাকায় প্রতিষ্ঠাত স্বরাজ মেডিকেল স্কুলে থাকে ডাক্তারী পাশ করে তিনি খ্যাতিমান চিকিৎসক হন। তিনি সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন। আমাদের বাড়িতে সওগাত, মোহাম্মদী, প্রবাসী, ভারতবর্ষ, শিশু সওগাত ইত্যাদি পত্রিকা আসতো। পত্রিকায় বিজ্ঞাপন দেখে বাবা ভি.পি.তে আমাদের জন্য খ্যাতিমান লেখকদের বই আনতেন। আমাদের পড়তে বলতেন। মাঝে মধ্যে পত্রিকা ও বইয়ের গল্প কবিতা পড়ে তিনি শোনাতেন। বলতেন, তোমরা পারবে এমন লিখতে?

4
$ 0.13
$ 0.13 from @TheRandomRewarder
Sponsors of Shakil123
empty
empty
empty

Comments

Nice

$ 0.00
4 years ago