বিবাহ

1 9
Avatar for Shakil123
3 years ago

পরিবার হল মানব সমাজের ক্ষুদ্রতম একক গঠন। এই পরিবারে মধ্যে বহু ও বিভিন্ন প্রতিষ্ঠান (institution) বর্তমান। পারিবারিক প্রতিষ্ঠান গুলোর মধ্যে বিবাহ হল সর্বাধিক গুরুত্বপূর্ণ। বস্তুত বিবাহকে বাদ দিয়ে পরিবারের কল্পনা করা যায় না। বিবাহের মাধ্যমে একটি পরিবারের সূচনা হয়। তাই পরিবার ও বিবাহ একটি অপরটির সম্পরক। প্রকৃতিক পক্ষে বিবাহ ,পরিবার ও সমাজ একই সূত্রে গাঁথা। এই কারণে একটি পরিবারিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহ ব্যবস্থায় তাৎপর্য সর্বজন স্বীকৃত। আর একে বিবাহ বলা হয়। বিভিন্ন দেশে কালে পরিবার প্রথার পার্থক্য এবং বিবাহ ব্যবস্থায় বিভিন্নতা দেখা যায়। দেশ কাল ভেদে এই পার্থক্য পরিপ্রেক্ষিতে বিবাহ সম্পর্কে মতপার্থক্য নিতান্তই স্বাভাবিক। বস্তুত কোন একটি সংজ্ঞা একক ভাবে সম্পর্কে ও সঠিক বলে বিবেচিত হয় না। বিবাহ ব্যবস্থা সম্পর্কে দৃষ্টিভঙ্গির পার্থক্যহেতু ধারণাগত পার্থক্যের সৃষ্টি হয়।

3
$ 0.02
$ 0.02 from @TheRandomRewarder
Sponsors of Shakil123
empty
empty
empty

Comments

খুব সুন্দর

$ 0.00
3 years ago