বাংলা ও সংস্কৃত ধাতু

1 8
Avatar for Shakil123
4 years ago

বাংলা ভাষায় বহু ক্রিয়া পদ রয়েছে। যেসব ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল। অন্যকথায় ক্রিয়া পদেকে বিশ্লেষণ করলে দুটি অংশে পাওয়া যায়ঃ1) ধাতু বা ক্রিয়ামূল এবং 2) ক্রিয়া বিভক্তি। ক্রিয়াপদ থেকে ক্রিয়া-বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু। যেমন-করে ,একটি ক্রিয়াপদ। এতে দুটো অংশ রয়েছে: কর্ +এ; এখানে কর্ , এবং এ, বিভক্তি। সুতরাং করে'ক্রিয়ার মূল বা ধাতু হলো কর ,আর কিয়া বিভক্তি হলো এ,। অন্য কথায় কর, ধাতু বা ক্রিয়ামূলের সঙ্গে এ, বিভক্তি যুক্ত হয়ে করে, ক্রিয়াপদটি গঠিত হয়েছে। প্রচলিত বেশকিছু ধাতু বা ক্রিয়ামূল চেনার একটাই উপায় হলো:বর্তমান কালের অনুজ্ঞায় তুচ্ছার্থক পুরুষের প্রিয়ার রূপ লক্ষ করা। কারণ ,এই রূপ আর ধাতুরূপ এক। যেমন - কর্ , খা, যা, ডাক্ , দেখ্, লেখ্ ইত্যাদি। এগুলো যেমন ধাতু ও, তেমনি মধ্যম পুরুষের তুচ্ছার্থে বর্তমান কালের অনুজ্ঞায় ক্রিয়াপদ ও।

3
$ 0.12
$ 0.12 from @TheRandomRewarder
Sponsors of Shakil123
empty
empty
empty

Comments

Nice

$ 0.00
4 years ago