আল্লাহ তায়ালার জন্য ভালোবাসা এবং তাঁর পক্ষ থেকে ভালোবাসা সম্পর্কিত

0 9
Avatar for Shakil123
4 years ago

হজরত আবু হুরায়রা রাদিআল্লাহু তায়ালা হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আল্লাহ তাআলা কোন বান্দহকে ভালোবাসেন, তখন তিনি জিবরাঈল, আ, কে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তি কে ভালোবাসি তাই তুমিও তাকে ভালোবাসে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতপর জিবরাঈল আ ও তাকে ভালোবাসতে থাকেন এবং তিনি আকাশে ঘোষণা করেন যে, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, অতপর তোমার ও তাকে ভালোবাস। তখন আসমানের অধিবাসীরা ও তাকে ভালোবাসতে শুরু করে। অতপর জমিনেও সে বান্দার জন্য কবুলিয়াত বা স্বীকৃতি স্হপন করা হয়। পক্ষান্তরে যখন আল্লাহ কোন বান্দা কে ঘৃণা করেন, তখন তিনি জিবরাঈল আ কে ডেকে বলেন যে, আমি অমুক বান্দাহকে ঘৃণা করি, তুমি ও তাকে ঘৃণা কর। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতপর জিবরাঈল আ ও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে, নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, তোমরাও তাকে ঘৃণা কর। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতপর আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করেন অন্তর ভূ-পৃষ্ঠে তার প্রতি ঘৃণা স্হাপন করা হয়। ইমাম মুসলিম ,রহ, হাদিসটি বর্ণনা করেছেন।

3
$ 0.17
$ 0.17 from @TheRandomRewarder
Sponsors of Shakil123
empty
empty
empty

Comments