বাবার কিরকম চিন্তা

0 15
Avatar for Serajul1122
4 years ago

মেয়েদের বিয়ের পরে মেয়েদের বাবারা অদ্ভুত সব আচরণ করে। এই যেমন---

- নিয়ম করে তিনবেলায় ফোন দিয়ে শুনতে চাইবে,

মা তুই কেমন আছিস???

- বিয়ের আগে রান্না না করতে জানা মেয়েটা,

প্রতিদিন কি তরকারি রান্না করেছে বাবা সেটাও শুনবে...

- মাঝে মাঝে হাসির ছলে জিজ্ঞাসা করবে--

"মা,জামাই তোর যত্ন নেয় তো...?"

- কিছুদিন পর পর মেয়েকে প্রশ্ন করবে-

"তুই করে আসবি রে মা???"

- মেয়ের বাড়ি আসার তারিখ ঠিক হলেই,

আদুরে মেয়েটার সব পছন্দের খাবার গুলো বাসায় এনে মজুদ করবে..

- মেয়ের যেদিন আসার কথা থাকবে,তার দুই-তিন দিন আগে থেকেই বাবা ছোটদের মতন প্রফুল্ল থাকে..

- মাঝে মাঝে মেয়ের মাকেই গলা টান করে করে বলে ওঠে--"আমার মেয়ে আসছে অমুক দিন.."

- সেই কাঙ্খিত দিন চলে এলেই,বাবা সকাল থেকে বারান্দায় পেতে রাখা চেয়ার পেতে বসে মেয়ের মুখটা আগে দেখার অপেক্ষা করে...

- মেয়েকে গেটের কোণায় পা রাখতে দেখলেই,

এক ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে খুশিতে চোখে পানি আনবে...

- যেটুকু সময় মেয়ে বাবার বাড়িতে থাকে,মেয়ের উপর পুরো অধিকার যেন বাবা খাটাতে চায়..

- অল্প সময়ের ছুটি শেষে মেয়েটা যখন আবার শ্বশুরবাড়িতে ফিরে যায়,পাগল বাবা মন খারাপ করে বসে থাকে দীর্ঘ সময়...

- মেয়ে সেখানে ফিরে যেতে না যেতেই বাবা ফোন করে অবুঝের মতন প্রশ্ন করে,"মা তুই আবার কবে আসবি...?"

এই বিষয় গুলো যে একটা মেয়ের জীবনে কতটা অনুভবের,কতটা দরদের এবং কতটা মূল্যবান সে কেবল একটা মেয়েই জানে....

মেয়ের প্রতি বাবার অদ্ভুত রকমের সুন্দর এই সম্পর্কের টান টা মেয়েরা চিরকাল অনুভব করে...

মেয়ের বিয়ে হয়ে গেলে,মেয়ের ব্যাপারে মায়েরা অনেক কিছুই বুকে পাথর চাপা রেখে সহ্য করতে পারে..কিন্তু বাবা গুলোর ছেলেমানুষী বেড়ে যায়..

একটা মেয়ে যতই আপনার বাড়ির বউ হোক না কেন,আপনার সন্তানের মা হয়ে যাক না কেন....

তাকেও তার বাবা-মায়ের সাথে সময় কাটানোর মাঝে মাঝে সুযোগ করে দিন..অল্প সময়ের জন্য সংসারের দায়িত্ব টা,অন্যরা মিলে ভাগ করে নিয়ে

তাকেও তার বাবা-মায়ের ভালোবাসায় সিক্ত হতে দিন....

.....

2
$ 0.00

Comments