6
26
ফার্ণ হল টেরিডোফাইট প্রজাতির উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম হল Pteris.
এরা পুরাতন ভাংগা স্যাতস্যাতে দেয়ালের গায়ে জন্মায়।ইটের স্তুপে এরা ভালো জন্মায়।প্রাচীরের গায়ে জন্মায় বলে এদের সাব এরিয়াল বলা হয়।
এদের মধ্যে কিছু উদ্ভিদ সপুষ্পক আবার কিছু অপুস্পক।
Pteris উদ্ভিদে সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান, কারণ এখানে স্পোরোফাইটিক জনুর সাথে গ্যামিটোফাইটিক জনুর অনুক্রমের মাধ্যমে জীবনচক্র সম্পন্ন হয়। Pteris উদ্ভিদ স্পোরোফাইটিক তথা ডিপ্লয়েড (2n)। এটি হতে উৎপন্ন সোরাস, সোরাসে অবস্থিত স্পোরোন্জিয়াম এবং স্পোরোন্জিয়ামের ক্যাপসিউলের ভেতরে অবস্থিত স্পোর মাতৃকোষও ডিপ্লয়েড।
Pteris উদ্ভিদ শাক হিসেবে খাওয়া হয়।
ঘর সাজানোর কাজে ব্যবহার করা হয়
সার হিসেবে ব্যবহার করা যায়
ছবি: আমি
ধন্যবাদ
Nice Excellent Post dear