সানি লিওনকে নিয়ে পত্রপত্রিকায় চর্চা সব সময়ই জায়গা করে নেয়। প্রাক্তন পর্ন সিনেমার নায়িকা তথা বর্তমানে একজন বলিউড অভিনেত্রী সানি-র খাবার প্লেটই বা বাদ যায় কেন! পেটা ইন্ডিয়ার অন্যতম কর্তা শচীন বাঙ্গেরা জানিয়েছেন, সানি লিওন তাঁদের সংগঠনের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে আছেন। আর শুধু জড়িয়েই নেই। তিনি ভীষণভাবে তাঁদের দর্শনের সঙ্গে সহমত পোষণ করেন ব্যক্তিগত জীবনে। সানি লিওনের খাবারের প্লেটে নাকি কখনও কোনও প্রাণিকে খাদ্য হিসাবে দেখা যায়না। অর্থাৎ সানি ভেগান। তিনি মাছ-মাংস খান না।
পেটা সারা বিশ্বেই প্রাণি সুরক্ষায় কাজ করে চলেছে। আগেও তাদের প্রচারে সানি লিওনকে দেখা গেছে। এবার আবার দেখা যাবে। মানুষের মধ্যে চেতনা জাগ্রত করতে সানি হবেন তাদের প্রচারক। এবার পেটা ভারত জুড়ে পশু চামড়া ব্যবহারের বিরুদ্ধে প্রচার শুরু করছে। যে প্রচারের মুখ হচ্ছেন সানি লিওন। পেটা-র সঙ্গে কাজ করতে পেরে তিনিও খুশি বলেই মনে করছেন সানি।
পেটা সারা বিশ্বেই প্রাণি সুরক্ষায় কাজ করে চলেছে। আগেও তাদের প্রচারে সানি লিওনকে দেখা গেছে। এবার আবার দেখা যাবে। মানুষের মধ্যে চেতনা জাগ্রত করতে সানি হবেন তাদের প্রচারক। এবার পেটা ভারত জুড়ে পশু চামড়া ব্যবহারের বিরুদ্ধে প্রচার শুরু করছে। যে প্রচারের মুখ হচ্ছেন সানি লিওন। পেটা-র সঙ্গে কাজ করতে পেরে তিনিও খুশি বলেই মনে করছেন সানি