One of the best Horror movies of all time...

5 21
Avatar for SazzadHossain
3 years ago

Hereditary

  • পরিচালকঃএরি এস্টার

  • আইএমডিবিঃ৭.৩

  • দৈর্ঘ্যঃ ২ ঘন্টা ৭ মিনিট

  • সালঃ২০১৮


(হালকা স্পয়লার)


শুরুতেই এক শেষকৃত্যানুষ্ঠানের দৃশ্য।এনির ৭৮-বছর বয়সী মা এলেন মারা গেছেন।এই অনুষ্ঠানে এনি'র স্বামী স্টিভ,মেয়ে চার্লি,ছেলে পিটার সহ উপস্থিত আছে অনেকেই। সবার আচরণই স্বাভাবিক,তবে চার্লি কিছুটা অস্বাভাবিক। অদ্ভুত সব ছবি আঁকে।জানা যায়,মা এলেনের সাথে এনির সম্পর্ক ভালো ছিল না তেমন।ছেলে পিটারের সাথেও কোনো এক কারণে মনোমালিন্য চলছে এনির।যা ই হোক,অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে আসে সবাই।মা যে রুমে থাকতেন সেখানে গিয়ে আজব কিছু বই আর চিঠি আবিষ্কার করে এনি।একটা চিঠি এনির উদ্দেশ্যে ছিল,সেখানে লেখা "আমাকে ক্ষমা করে দিও,এই উৎসর্গের সঠিক প্রতিদান পাবে তুমি..."!!!


এই পর্যন্ত দেখে আর পাঁচটা টিপিক্যাল হলিউড হরর মুভির মতোই মনে হচ্ছিল।বৃদ্ধা মহিলার মৃত্যুর পর তার আত্মা ঐ বাড়িতে ঘুরে বেড়াবে আর পরিবারের সবাই কিছু ভৌতিক ঘটনার সম্মুখীন হবে,শেষে ওঝা বা ফাদার টাইপের কেউ এসে আত্মার প্রভাব সরিয়ে দিয়ে সব ঠিক করে দিবে-হরর মুভিতে যা হয় আরকি।তবে আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে।এই সিনেমা একদমই ব্যতিক্রমধর্মী হরর সিনেমা।হ্যাঁ, কিছুটা পুরনো হরর স্ট্রাকচারেই তৈরি হয়েছে,কিন্তু গল্পে নতুনত্ব আছে।


(স্পয়লার এলার্ট)


হালকা Explanation:{যদি কেউ Ending পুরোপুরি না বুঝে থাকেন}


এই মুভির ভিত্তি হলো satanism বা শয়তানবাদ।পৃথিবীতে আল্লাহর আরাধনা যেমন হয়, তেমনি আল্লাহর সৃষ্টি শয়তানের আরাধনাও করে অনেক মানুষ! শয়তান হলো অভিশপ্ত সৃষ্টি। বাইবেল অনুসারে জাহান্নামের শেষ স্তরের শয়তান হলো পেইমন।এই পেইমনকে বলা হয় " Lord of Mischief".পেইমন দেখতে নারীদের মতো, কিন্তু আসলে পুরুষ। পেইমন হোস্ট হিসেবে মেয়েদের শরীরে থাকতে পারে না,হোস্টকে হতে হয় সবল শক্তিশালী পুরুষ। "হেরেডিটারি" মুভির সেই এলেন ছিল মূলত এই পেইমনের পূজারী।এলেন তার ছেলের মধ্যে পেইমনকে স্থাপন করার চেষ্টা করেছিল,কিন্তু সেটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে সে।এলেনের পরবর্তী টার্গেট তার মেয়ে এনির বড় ছেলে পিটার।এনি তার মা'র এই বাজে উদ্দেশ্য বুঝতে পেরে ছেলের আশেপাশেও আসতে দেয় না তাকে।তবে মেয়ে চার্লি নানী এলেনের সঙ্গ পেয়েছিল।এলেন চার্লির মধ্যেও পেইমনকে প্রতিস্থাপনের চেষ্টা করেছিল,কিন্তু আগেই বলেছি মেয়ে দেহ হোস্ট হিসেবে নিতে পারে না পেইমন।চার্লির অস্বাভাবিক আচরণের কারণ মূলত এটাই।চার্লি শুরুর দিকেই বলেছিল "গ্র‍্যান্ডমা মেয়ে নয়,ছেলে চেয়েছিল.."


আত্মাকে ডেকে আনার পদ্ধতি এনিকে শিখিয়েছিল যে জোনা,সে মূলত এলেনের বান্ধবী।এলেনই এসব প্ল্যান করে গেছে।ডেমন পেইমনের এই শারীরিক প্রতিস্থাপনের জন্য তিনটি মাথা কর্তন প্রয়োজন।খেয়াল করলে দেখা যায়, শুরু থেকে শেষ পর্যন্ত তিনটি মাথা কাটা পড়েছে।তাছাড়া মোম জ্বালিয়ে কিছু মন্ত্র পড়ে সবাই গ্লাসের উপর হাত রেখে আত্মাকে স্মরণ করার যে পদ্ধতি এটি মূলত ডেমন পেইমনকে আমন্ত্রণের পদ্ধতি।এনি আর কিছু না,তার মা এলেন আর এলেনের বান্ধবীর ফাঁদে পা দিয়েছে।আরেকটি ব্যাপার হলো,পেইমন সবল শক্তিশালী পুরুষ দেহে প্রতিস্থাপিত হওয়ার আগে তাকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করতে হয়।পেইমন যেহেতু হোস্ট হিসেবে পিটারকে বেছে নিয়েছে তাই তাকে শারীরিক ভাবে এবং বোনের মৃত্যুর মাধ্যমে মানসিকভাবে অনেক বিপর্যস্ত করেছিল।শেষ পর্যন্ত তার শরীরে নিজেকে স্থাপন করে পেইমন।এবং এইজন্যই এলেন চিঠিতে "উৎসর্গ" এর প্রসঙ্গ তুলেছিল।এলেনের গলায় যে লকেট দেখা গেছিল সেটা পেইমনের চিহ্নবিশিষ্ট।একই চিহ্ন ওই বাড়ির অনেক জিনিসে দেখা যায়।জোনার বাড়ির ডুরম্যাটেও ওই চিহ্ন ছিল। [কোন কনফিউশন থাকলে কমেন্টে জানাবেন]


মুভির নাম হেরেডিটারি কেন?ডেমন পেইমন একটা অভিশপ্ত সৃষ্টি, এই অভিশাপ বয়ে চলেছে এনির পরিবার,বংশগতীয় ভাবে,তাই এই নাম।বেশিরভাগ হরর মুভিতেই লজিকের ঘাটতি থাকে।তবে আমি বলব হেরেডিটারি যথেষ্ট লজিক্যাল হরর মুভি।এই মুভিতে দেখানো ফ্যাক্টগুলো মিথ্যা না এবং এসবের অস্তিত্ব আসলেই আছে।সবার অভিনয় অসাধারণ ছিল।আর হরর মুভির প্রাণ বলা হয় বিজিএমকে,এই মুভির বিজিএম ছিল ভয় ধরানোর মতোই।মুভির প্রথমাংশ হরর আর দ্বিতীয়াংশে মিস্ট্রি থ্রিলারের স্বাদ পাওয়া যাবে।সবগুলো ঘটনা প্রচুর ডিটেইলসে দেখানো হয়েছ,ভুল ধরার অবকাশ রাখা হয়নি।তাই বাস্তবধর্মী হরর মুভি দেখতে চাইলে এই মুভিকে ওয়াচলিস্টে রাখতে পারেন।আর ভালো হয়,দেখার আগে পেইমন সম্পর্কে হালকা ধারণা নিয়ে দেখতে বসলে।নয়ত অনেক কিছুই মাথার উপর দিয়ে যেতে পারে...


10
$ 0.00
Avatar for SazzadHossain
3 years ago

Comments

horror movie dakla onk voi pai tai daki na.

$ 0.00
3 years ago

Amazing article.this is a important post .

$ 0.00
3 years ago

nice article

$ 0.00
3 years ago