মাশরাফি বিন মুর্তজা সংবাদ সম্মেলনে কেন আসেননি—দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম এ প্রশ্নের সদুত্তর দিতে পারেননি বা দিতে চাননি। তিনি কিছু একটা ব্যাখ্যা দিলেন। কিন্তু তা সাংবাদিকদের তৃপ্ত হওয়ার মতো কিছু নয়।
বিশ্বকাপে ব্যক্তিগত ব্যর্থতা, বাংলাদেশের সেমিফাইনাল না খেলতে পারা, নিজের ভবিষ্যৎ—মাশরাফিকে অনেক প্রশ্নই করার ছিল সংবাদমাধ্যমের। ‘ভীষণ সংবাদমাধ্যম–বান্ধব’ হিসেবে পরিচিত বাংলাদশ অধিনায়ক এজবাস্টনে ভারতের কাছে হারের পর নিজেকে গুটিয়ে নিয়েছেন। পারতপক্ষে সংবাদমাধ্যমের সামনে আসছেনই না। আজ লর্ডসের ব্যালকনি থেকেই যেমন নামলেন না মাশরাফি, অনুশীলন দূরে থাক।
সংবাদ সম্মেলন মাশরাফি না এলেও তাঁর প্রসঙ্গ ঠিকই থাকল। বাংলাদেশ অধিনায়ক–প্রসঙ্গে কোচ স্টিভ রোডসকে কী প্রশ্ন করা হলো এবং তিনি কী উত্তর দিলেন সেটি থাকল এখানে—
* মাশরাফি অবশ্যই তাঁর শেষ বিশ্বকাপ খেলছে। কাল বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ খেলতে নামছে। দল তাঁকে নিয়ে কতটা আবেগতাড়িত? এই ম্যাচটা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ?
Mashrafe is boss