জনি সিন্স এর জীবনীঃ স্টিভ ওলফ হচ্ছে জনি সিন্সের আসল নাম। জনি সিন্স এর এই নামের সাথে হয়তো অনেকেই পরিচিত আবার অনেকে জানেন না। জনি সিন্সের জন্ম আমেরিকার পিটসবারগের পূর্ব উপকূলে ৩১ ডিসেম্বর ১৯৭৮ সালে। নীল পর্দায় কাজ করার পর তিনি জনি সিন্স হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছেন। এখন পর্যন্ত জনি সিন্স ৬০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
নীল পর্দায় তিনি বেশ ভালমানের অভিনেতা। তিনি তার এই অভিনয়ের প্রাপ্য স্বীকৃতিও পয়েছেন বিভিন্ন ধরনের পুরস্কার জিতে।
জনি সিন্স ২০১৫ সালে এভিএন পুরস্কার জিতেন ভালো অভিনয়ের জন্য। তিনি সারা বিশ্বের কাছে অভিনয় করে বেশি জনপ্রিয় হয়েছেন ব্রাজারস কম্পানিতে চুক্তিবদ্ধ হওয়ার পর।
জনি সিন্স নীল জগতে পা রাখেন ২০০৬ সালে। জনি সিন্স অনেক গরীব ছিলেন। টাকা পয়সার অনেক অভাব ছিল। তার এক বন্ধু ছিল জর্জ।
জর্জের খুব ভালো মানের লিংক ছিল লস এঞ্জেলেসের বিভিন্ন নীল জগতের ইন্ডাস্ট্রিগুলোর সাথে। সেই জর্জ তাকে পরামর্শ দেন যে, লস এঞ্জেলেসে গিয়ে নীল জগতের ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য।