lite spoiler
series : Asur
language : hindi
imdb : 8.4/10
personal rate : 9/10
starring : arshad warsi, barun sobti, ridhi dogra and so on
একজন মানুষের মধ্যে সর্বদা দুটি সাইড থাকে। একটি ভালো তো অন্যটি মন্দ। কারো ক্ষেত্রে ভালোর দিক বেশি আবার কারো ক্ষেত্রে উলটো। কিন্তু সবার মধ্যেই দুটি দিক থাকে। এ নিয়েই বানানো হয়েছে ভারতের ওয়েব সিরিজ অসুর। আমার মতে ভারতের সবচেয়ে ভালো মানের সিরিজগুলোর মধ্যে এটি একটি। পুরাণ এবং মনোবিজ্ঞানের মধ্যে একটি সুন্দর যোগসূত্রের মাধ্যমে অনন্য করে তোলা হয়েছে একে।
কাহিনীর শুরুতে দেখা যায় নিখিল ( বরুণ) যে কিনা আগে সিবিয়াই এর টপ ফরেনসিক অফিসার ছিল সে হঠাত চাকরি ছেড়ে ইউএস চলে যায় নিজের পরিবার নিয়ে। সেখানে সে একটি কলেজে ফরেন্সিক লেকচারার হিসেবে কাজ করতে থাকে। কিন্তু চাকরী ছাড়ার প্রায় ১০ বছর পর হঠাত করে তার কাছে কিছু খুনের সংকেত আসতে থাকে ভারত থেকে। এটি সে তার আগের সহকর্মীর সাথে শেয়ার করে। একদিন আরেক সিবিয়াই ফরেনসিক অফিসার ধনঞ্জয় রাজপুতের স্ত্রীর খুনের সংকেত আগেই নিখিলের কাছে চলে যায়। তো সে সিদ্ধান্ত নেয় সে আবার ইন্ডিয়ায় ফিরে যাবে। এদিকে ধনঞ্জয় রাজপুত নিজের স্ত্রীয়ের খুনের দায়ে জেলে চলে যায়। কিন্তু পড়ে জানা যায় এ এক সিরিয়াল কিলারের কাজ যে কিনা পুরাণ এবং মানুষের কর্মের যোগসূত্র ঘটিয়ে বিভিন্ন উপায়ে খুন করে। কে সেই খুনী? নিখিল এবং ধনঞ্জয় রাজপুতের সাথে তার কি সম্পর্ক? ১০ বছর আগে নিখিল কেন চাকরী ছেড়ে চলে গিয়েছিল? এসব কিছুর উত্তর রয়েছে ৮ পর্বের এই সিরিজে।
এবার আসি অভিনয়ে। প্রথমেই বলি আরশাদ ওয়ারসীর কথা। তাকে আমরা কমেডিয়ান হিসেবেই দেখেছি বলিউডে। কিন্তু একজন সিরিয়াস চরিত্রে তাকে খুব একটা দেখা যায়নি। সেই আক্ষেপ যেন মিটে গেল এই সিরিজে। তিনি যে কতোটা দক্ষ অভিনেতা তা যেন এই সিরিজে আবারো প্রমাণ হলো। এরপর বলি বরুণ সবতির কথা। তাকে আমরা কে না চিনি। তিনি আমাদের মোটামুটি পরিচিত মুখ। কেননা এর আগে তিনি স্টার প্লাসের ব্লক বাস্টার ডেইলি সোপ ইস পেয়ার কো কেয়া নাম দু তে কাজ করেছেন। কিন্তু এবার তিনি পর্দায় এসেছেন একদম ভিন্ন অবতারে। নিখিল নায়ার চরিত্রে তার অভিনয় ছিল প্রশংসাজনক। তাছাড়া রিধি, অনুপ্রিয়া, বিশেষ সবাই খুবই সুন্দর অভিনয় করেছেন।
সিরিজের পজিটিভ দিকের কথা বলতে গেলে প্রথমেই বলব এর ইউনিক স্টোরি। পৌরাণিক কাহিনী এবং বাস্তবতার মেল বন্ধন এই প্রথম আমি দেখলাম। যার জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে বেশ ভালো লেগেছে। আর এর বিজিএম একদম পারফেক্ট ছিল। প্রতিটি ক্ষেত্রে আপনার সাসপেন্স বাড়িয়ে তুলতে ভালোই কাজ করেছে। আরেকটা কথা সিজন শেষে যে লুজ ইন্ড দেয়া হয়েছে তা আপনার মস্তিষ্কের সাথে খেলে যাবে।
তো যারা থ্রিলার দেখতে পছন্দ করেন তাহলে তাদের জন্য এটি মাস্ট ওয়াচ। একদম আপনাকে সন্তুষ্ট করার জন্য এটি যথেষ্ট।
Nice article!