1
31
ঢাকাইয়া কুট্টি, পুরান ঢাকাইয়া নামেও পরিচিত, বা শুধু ঢাকাইয়া, হচ্ছে একটি ইন্দো-আর্য ভাষা, যে ভাষায় বাংলাদেশের পুরান ঢাকার কুট্টি সম্প্রদায়ের বাসিন্দারা কথা বলেন। শব্দভান্ডারে কিছুটা বৈচিত্র্য থাকলেও এই ভাষাটি মূলত প্রমিত বাংলার সাথে যথেষ্ট বোধগম্য। ভাষাটি এখন আর আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হয় না, যদিও ঐতিহাসিকভাবে স্থানীয়দের দ্বারা বারো পঞ্চায়েতে কখনও কখনও এটি ব্যবহার করা হত।[২][৩] ঢাকা শহর বাংলাদেশের রাজধানী হওয়ায় দেশের নানা প্রান্ত থেকে আগতদের সাথে যোগাযোগ রক্ষার্থে যারা এই উপভাষার সাথে পরিচিত নয় এবং দেশের সরকারী মাধ্যম হওয়ায় অনেক পরিবারে শিশুদের সাথে বাংলা ভাষায় কথা বলার জন্য এই ভাষার ব্যবহার হ্রাস পাচ্ছে।[৪]
ছেলেপোলামেয়েমাইয়্যাসত্যিহাছাকেনকেলাকীভাবেকেমতেশুনহুনলাউ/কদুকদ্দু[৬]
কুট্টি সম্প্রদায়ের বাসিন্দারা কথা বলেন। শব্দভান্ডারে কিছুটা বৈচিত্র্য থাকলেও এই ভাষাটি মূলত প্রমিত বাংলার সাথে যথেষ্ট বোধগম্য।