আগামী প্রজন্মের জন্য উপহার

1 21
Avatar for Samira74
4 years ago

পৃথিবীকে আপনার দেয়া একটা মুল্যবান উপহার♥

লেখাটা অনেক আগের... নোটবুক থেকে নেওয়া। প্রয়োজনীয় মনে করে এই সময় দিয়ে দিচ্ছি। আপনারাও সেভ করে রাখবেন ও সবার কাছে শেয়ার করে দেবেন। মনে রাখবেন আপনার পোস্ট দ্বারা যদি একজনও প্রভাবিত হয় তবে আমাদের পৃথিবীটাকে আমরা আবারও আগের মত সুন্দর করে আগামী প্রজন্মকে উপহার দিতে পারবো। 🌹

এখন আম, লিচু, কাঁঠাল, জাম খাবার মৌসুম । তাই অনুরোধ আম, লিচু, কাঁঠাল, জাম খাবার পর তার বীজ / আঠি / বিচি / দানা / seeds গুলোকে ফেলে দেবেন না । সেগুলো ভালো করে জলে ধুয়ে, শুকিয়ে একটা কাগজে মুড়ে রেখে দিন । যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান তবে সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের অনুর্বর ফাঁকা জমিতে একে একে ছড়িয়ে দিন । বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নেবে । যদি এদের মধ্যে একটা গাছ ও বেঁচে থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবথেকে বড় উপহার । ফলের গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজই রাখে না, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে ।

তাই আসুন আমরাও সাধ্য মত চেষ্টা করি এই প্রকৃতিকে ভালো রাখার♥

credit:পথের হাট

3
$ 0.00

Comments

খুব ভালো লিখেছেন। আমাদের সবার উচিত এই কাজটি করা। এই সব ফলের বীজ দিয়ে যদি পরিবেশের উপকার হয় তাহলে আমাদেরই লাভ।

$ 0.00
4 years ago