টেস্টি ডিম পাউরুটি

4 8
Avatar for Samir
Written by
3 years ago

এই খাবার আপনি সকাল বিকাল কিংবা আপনার ইচ্ছা মত যে কোন সময় বানিয়ে খেতে পারেন। এইটা খুব সহজ এবং খুব তারাতাড়ি তৈরি করা যাবে। তাহলএ বেশি কথা না বলে আজকের রেসিপি শুরু করা যাক -

প্রয়োজনীয় জিনিসঃ ১/ ফ্যাটানো ২ টা ডিম, ২/ ইচ্ছে করলে এক চিমটি মরিচ গুড়ো নিতে পারেন, ৩/ পাউরুটি ও ৪/ মাখন ১ চা চামচ।

প্রস্তুত প্রনালীঃ প্রথমে পাউরুটির শেষ প্রান্ত গুলো কেটে নিন।ফ্যাটানো ডিমের উপর লবণ এবং মরিচ গুড়ো ছড়িয়ে দিন। মাখন গরম করুন।পাউরুটি গুলিকে ডিমের মধ্যে ডুবান এবং পাউরুটির উভয় পাশেই ভাল করে ডিমের আস্তরণ দিন এবং এবার এটিকে গরম চুলায় স্থানান্তরিত করুন।এটিকে টোকা মেরে দেখার আগে যতক্ষন না এটি সোনালী বাদামী রঙের হয় রান্না করুন।পাউরুটিটির অপর পাশের ক্ষেত্রেও একই ব্যাপা্রের পুনরাবৃত্তি করুন। আপনার এখন এইটা তৈরি হয়ে গেছে।

আসা থাকছে এইটা ভাল হয়েছে। এইটা ভাল লেগে থাকলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ।

5
$ 0.02
$ 0.02 from @TheRandomRewarder
Sponsors of Samir
empty
empty
empty

Comments

টোস্ট দিম পাউরুটি আমার ভীষণ পছন্দের একটা খাবার। খুব কম সময়ে টোস্ট ডিম পাউরুটি বানানো যায় তাই এটা মাঝেমধ্যেই বানাই আমি।

$ 0.00
3 years ago

পাউরুটি আমার প্রিয় খাবার তবে সবসময় খাওয়া হই না। ডিম দিয়ে পাউরুটি খেতে খুব বেশি ভালো লাগে

$ 0.00
3 years ago

এখনো মাঝে মাঝেই বানিয়ে খাওয়া হয়।বিশেষ করে এখন বাইরে যাওয়া হয় না বিধায় বাসায় বানানো হয় বেশি।

$ 0.00
3 years ago

sob somoi to khawa hoi na karon ami khub ailse jar karone kore na but realy its so yhummmmi

$ 0.00
3 years ago