ডিম দিয়ে সুপ নুডুলস এর রেসিপি

0 19
Avatar for Samir
Written by
3 years ago

নুডুলস খেতে খুব ভাল। আমি অনেক বার বানিয়েছি। আপনারা একবার হলেও বানানোর চেস্টা করুন ভাল লাগবে আসা করি। একবার বানিয়ে দেখুন আসা করি খুব ভাল লাগবে। এইটা আমার ভাই এর রেসিপি। ভাল লাগ্লে এক্টা লিকে করে দিন ধন্যবাদ।

যা যা লাগবেঃ নুডুলস পরিমান মত আপনি যেটুকু রান্না করতে চান, মুরগির ডিম এইটা নুডুলস এর পরিমান অনুযায়ী, পানি, একটা পাতিল কিংবা ফ্রাইপেন।

কিভাবে তৈরি করবেনঃ প্রথম এ পাতিল কিংবা ফ্রাইপেন এ পরিমান মত তেল নিবেন। তেল নিয়ে সেই তেল এ ডিম এবং নুডুলস এর মসলা গুলা দিয়ে ডিম টা ভেজে নিবেন। তারপরে ডিম ভাজা হয়ে গেলে, সেই ডিম এ পানি দিবেন। পানি দিয়ে কিছু সময় অপেক্ষা করবেন। পানি গুলো একটু শুখিয়ে গেলে পানি তে নুডুলস গুলা দিয়ে দিন। আবার কিছু সময় অপেক্ষা করুন। এখন আপনার নুডুলস তৈরি। এখন এইটা আপনি এবং আপনার পরিবার কে নিয়ে খেতে পারেন।

আসা করি আমার রেসিপি তা ভালো হয়েছে। এইরকম আরও রেসিপি দেব। ধন্যবাদ। আমার পাস এ থাকুন।

1
$ 0.00
Sponsors of Samir
empty
empty
empty

Comments