সুবান্নালা

0 9
Avatar for Sami345
3 years ago

ফ্রান্সের বিখ্যাত সার্জেন্ট ডঃ মরিস বুকাইলি।ডঃ মরিস বুকাইলি ছিলেন মমি স্পেশালিস্ট।১৯৮০ সালে মক্কা শহরে education confaranse ৬০ টি দেশের সাথে আরবের সাহেবরা চ্যালেঞ্জ করে বলেছেন কোরআনে কোন ভুল নেই।আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছি পারলে ভুল বের করে দেখাও।মরিস বুকাইল ফ্রান্সে এসে বলে কি বলে কোরআনে কোন ভুল নেই।পৃথিবীর সব বই ভুল আছে।মরিস বুকাইল বলেছেন আমার বাইবেলে কত ভুল।কোরআনের ভুল ধরার জন্য তিনি summary তে পাঁচ বছর ধরে কুরআন শিখে কোরআনের ভুল ধরার জন্য।এমন কোরআন শিখতে যে তিনি যেটাই দেখে সেটাই বুঝে।এরপর তিনি কোরআন ধরেন।আর তিনি যতই পড়েন ততই মুগ্ধ হন। তিনি কালেমা পড়ে মুসলমান হন আর তার নাম দেয় সোলায়মান।

2
$ 0.00

Comments