নিউইয়র্ক টাইমসে প্রতিবেদনবাংলাদেশকে লক্ষাধিক ভ্যাকসিন ফ্রি দেবে চীন

7 16
Avatar for Salimabir
3 years ago

Zero width embed

  • অনলাইন ডেস্ক   

  • ১১ সেপ্টেম্বর, ২০২০ ১৭:৫৫

 

গত মাসে ব্রাজিলের পোর্তো আলেগ্রির একটি হাসপাতালে চীনা সংস্থা সিনোভাক বায়োটেকের উত্পাদিত করোনার ভ্যাকসিন নিচ্ছেন পাওলো রবার্তো অলিভিয়েরা নামের একজন স্বেচ্ছাসেবক।

বাংলাদেশে এক লাখেরও বেশি করোনা ভ্যাকসিনের ডোজ বিনামূল্যে সরবরাহ করবে চীন। শুক্রবার মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। টাইমসের বেইজিং ব্যুরোর প্রতিনিধি সুই-লি উই তার প্রতিবেদনে বলেছেন, বাংলাদেশের রাজধানী ঢাকায় ৪ হাজার ২০০ স্বাস্থ্যকর্মীকে নিয়ে ট্রায়াল চালাবে চীনা কম্পানি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশি ফিলিপাইন দ্রুত চীনের করোনা ভ্যাকসিন পাবে। ভ্যাকসিন কেনার জন্য চীনের কাছ থেকে এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ পাবে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশ। চীনের একটি কম্পানির কাছ থেকে বাংলাদেশ পাবে এক লাখের বেশি ডোজ।

এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত ভ্যাকসিনের মাধ্যমে চীন কীভাবে বন্ধুত্ব বাড়াতে চাইছে প্রতিবেদনটিতে সে বিষয়ে বিস্তারিত ধারণা দেয়া হয়েছে। চীনের চারটি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে। পৃথিবীর অন্য কোনো দেশ এত ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে নিতে পারেনি।

বাংলাদেশ সরকার এরই মধ্যে সিনোভ্যাকের ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি দিয়েছে আইসিডিডিআরবি’কে। সংস্থাটি কয়েক দিন ধরে বলে আসছে, খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে ট্রায়াল শুরু হবে।

8
$ 0.00
Avatar for Salimabir
3 years ago

Comments

ভালোই হবে

$ 0.00
3 years ago

Kisu Bola jai na.china o Sei jinis.ora kono kisu free te dibe nA

$ 0.00
3 years ago

kobe je asbe! :(

$ 0.00
3 years ago