বিয়ের জন্য প্রেমিককে অপহরণ, নারী আইনজীবী কারাগারেকিশোরগঞ্জ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০

7 25
Avatar for Salimabir
4 years ago

কিশোরগঞ্জে অ্যাডভোকেট মোস্তফা আলম হিমেল নামে এক আইনজীবীকে অপহরণের অভিযোগে শিক্ষানবিশ আইনজীবী আফরোজা জামান রুনাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

[bad iframe src]

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ২নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহীদুল ইসলামের খাস কামরায় মামলার নথি পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে শিক্ষানবিশ আইনজীবী আফরোজা জামান রুনাকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক বলেন, আইনজীবী মোস্তফা আলম হিমেলের সঙ্গে শিক্ষানবিশ আইনজীবী আফরোজা জামান রুনার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের জন্য রুনা বিভিন্ন সময় হিমেলকে চাপ দিয়ে আসছিলেন। কিন্তু হিমেল বিয়ে করতে গড়িমসি করতে থাকেন। একপর্যায়ে হিমেলকে বিয়ে করার জন্য ঘটনার দিন সকালে রুনা কিছু লোকজন নিয়ে তাকে অপহরণ করে নিজের বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ হিমেলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আদালতের জিআরও (জেনারেল রেজিস্ট্রার অফিসার) নজরুল ইসলাম জানান, বিচারকের নির্দেশের পরই শিক্ষানবিশ আইনজীবী আফরোজা জামান রুনাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোস্তফা আলম হিমেল তাকে অপহরণের অভিযোগ এনে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। আফরোজা জামান রুনা ছাড়া বাকি তিন আসামি হচ্ছেন- তার বড় ভাই মো. রানা, প্রতিবেশী মো. সাফায়েত ও ইসফাম।

7
$ 0.00
Avatar for Salimabir
4 years ago

Comments

Good

$ 0.00
4 years ago

Nice

$ 0.00
4 years ago

Good

$ 0.00
4 years ago

Wow

$ 0.00
4 years ago

Nice

$ 0.00
4 years ago